Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
961. ধাতু গলানোর সময় চুল্লির ভিতরে লাইনিং-এর চুল্লি নির্মাণে ব্যবহার করা হয়-
ঢালাইলোহা
রিফ্র্যাকটরি
ইস্পাত
প্যাটার্ন
962. কাস্ট আয়রন (Cast Iron) তৈরি করা হয়-
Blast furnace-এ উৎপন্ন হয়- Pig iron Cupola fumace-এ উৎপন্ন হয়- Cast iron Open hearth fumace-এ উৎপন্ন হয়- Steel Bessemer converter-এ উৎপন্ন হয়- Steel
ব্লাস্ট ফার্নেসে (Blast furnace)
কিউপোলা ফার্নেসে (Cupola furnace)
ওপেন হার্থ ফার্নেসে (Open hearth furnace)
বিসমার কনভার্টার (Bessemer converter)
963. নিম্নের চারটি পদার্থের মধ্যে কোনটি পরিবাহী হিসাবে সর্বোত্তম?
নিচে উচ্চ হতে নিম্ন পরিবাহী পদার্থ সিরিয়ালি দেওয়া হলো- 1. Silver 2 Copper 3. Gold 4. Aluminium 5. Beryllium 6. Calcium 7. Magnesium 8. Rhodium 9. Sodium 10. Iridium
কপার (Copper)
লেড (Load)
রাবার (Rubber)
স্টেইনলেস স্টিল (Stainless steel)
965. নিম্নের চারটি পদার্থের মধ্যে কোনটির ক্ষয়প্রবণতা সবচেয়ে কম?
কাস্ট আয়রন (Cast iron)
স্টেইনলেস স্টিল (Stainless steel)
গোল্ড (Gold)
লো-কার্বন স্টিল (Low carbon steel)
966. সব ধাতুর মধ্যে ইঞ্জিনিয়ারিং ধাতু হিসাবে স্টিল অতান্ত জনপ্রিয়, কারণ এটির-
ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি
তাপ পরিবহন ক্ষমতা কম
ঘনত্ব কম
শক্ততা কম
968. নিম্নের চারটি পদার্থের মধ্যে সর্বাপেক্ষা (Ductile) কোনটি?
ব্যাখ্যা: নিচে Ductile material-সমূহকে সর্বাপেক্ষা হতে সর্বনিম্ন আকারে সাজানো হলো- 1. Gold 2. Silver 3 Platinium 4 Iron 5. Nickel 6. Copper 7. Aluminium 8. Tungsten 9. Zinc 10 Tin 11. Lead
গ্লাস (Glass)
গোল্ড (Gold)
স্টিল (Steel)
কাস্ট আয়রন (Cast iron)
969. তাপ প্রয়োগে বেসমেটালিক স্ট্রিপ বাঁকা হয়, কারণ ধাতু দুইটি-
ভিন্ন তাপমাত্রায় থাকে
বিপরীত দিকে বৃদ্ধি পায়
বিভিন্ন মাত্রায় বৃদ্ধি পায়
নরম হয়ে যায়
971. সংকর ধাতুতে ব্রোঞ্জের উপাদান-
জিঙ্ক (Zn) ও কপার (Cu)
জিঙ্ক (Zn) ও নিকেল (Ni)
জিঙ্ক (Zn) ও ক্রোমিয়াম (Cr)
কপার (Cu) ও টিন (Sn)
972. কোনটির মেল্টিং পয়েন্ট সর্বনিম্ন?
লো-কার্বন স্টিল
হাই-কার্বন স্টিল
কাস্ট আয়রন
রট আয়রন
973. ASTM-এর পূর্ণরূপ কী?
American Society for Testing and Materials
American Standard for Testing Materials
American Society for Testing of Materials
American Society of Testing Matter
974. গোল্ড কী ধরনের ম্যাটেরিয়াল?
ফেরোইলেকট্রিক
ফেরোম্যাগনেটিক
ডায়াম্যাগনেটিক
প্যারাম্যাগনেটিক
975. কোনটি বেসিক রিফ্যাক্টরি ম্যাটেরিয়ালের প্রধানতম উপাদান?
ডলোমাইট
গেনিস্টার
সিলিকন
ফায়ার-ক্লে
976. সেগমেন্টেড চিপ (Segmented chip) সৃষ্টি হয়-
মাইল্ড স্টিলে
হাই-স্পিড স্টিলে
কাস্ট আয়রনে
হাই-কার্বন স্টিলে
977. স্টেইনলেস স্টিলের (Stainless steel) ক্ষয় বাধার (Corrosion resistance) ধর্মের জন্য দায়ী সংকরধাতু (Alloy) হচ্ছে-
সিলিকন (Silicon)
কোবাল্ট (Cobalt)
ম্যাঙ্গানিজ (Manganese)
ক্রোমিয়াম (Chromium)
978. একটি ধাতুকে পিটিয়ে প্লেট তৈরি করার জন্য নিম্নবর্ণিত কোন গুণাগুণ থাকা দরকার?
ব্যাখ্যা: নমনীয়তা (Ductility) : কোনো ধাতুতে টানা লোড প্রয়োগ করলে ধাতুটি না ছিঁড়ে লম্বা হওয়ার গুণই হলো ধাতুর নমনীয়তা (Ductility)। এই গুণের কারণে পদার্থ টেনে লম্বা তারে পরিণত করা যায়। ঘাতসহতা (Malleability) চাপা লোডের কারণে কোনো ধাতুর ফাটল ব্যতিরেকে স্থায়ী বিকৃতি লাভের ধর্মকে ঐ ধাতুর Malleability বলে। এই গুণের কারণে কোনো ধাতুকে সহজে হাতুড়ি দিয়ে পিটিয়ে বা রোল করে প্লেট তৈরি করা যায় বা পাতলা শিট-এ পরিণত করা যায়। রেজিলিয়েন্স (Resilence) : স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুতে লোড প্রয়োগ করে তার বিকৃতি ঘটালে রাতে যে শক্তি সঞ্চিত হয়, তাকে বিকৃতি শক্তি (Strain energy) বলে এবং বস্তুর এই বিকৃতি শক্তি বাবদের সামর্থ্যকে তার রেজিলিয়েন্স বলে।
নমনীয়তা (Ductility)
ঘাতসহতা (Maileability)
রেজিলিয়েন্স (Resilence)
প্লাস্টিসিটি (Plasticity)
979. নিচের কোনটি 60% কমিয়ে কপারের অ্যালয় সংঘটিত হয়?
বেবিট মেটাল
মোনেজ মেটাল
গান মেটাল
বেল মেটাল
980. ব্যাবিট মেটাল-
লেড বেস অ্যালয়
টিন বেস অ্যালয়
কপার বেস অ্যালয়
ক্যাডমিয়াম বেস অ্যালয়