সম্পৃক্ত বাম্পকে পুনরায় তাপ প্রদান করে শুদ্ধ করা ও তাপমাত্রা বাড়ানোর জন্য যে হিটার বা ডিভাইস ব্যবহার করা হয়, তাকে সুপারহিটার বলে।
সুপারহিটার দু' প্রকার, যথা-
(ক) রেডিয়্যান্ট টাইপ সুপারহিটার (Radiant type superheater)
( খ) কনভেরিড টাইপ সুপারহিটার (Convective type superheater)
1194. এয়ার প্রিহিটারে হিটিং-এর জন্য কী ব্যবহৃত হয়?
যে যন্ত্রের সাহায্যে বাতাসকে ফার্নেসে প্রেরণের পূর্বে উত্তপ্ত করে সরবরাহ করা হয়, তাকে এয়ার প্রি-হিটার বলে।
এয়ার প্রি-হিটার: চিমনি ও ইকোনোমাইজারের মাঝখানে বসানো হয়।
বয়লার ড্রাফটের কাজগুলো হলো-
( ক) চুল্লির মধ্যে জ্বালানির পূর্ণদহনের জন্য প্রয়োজনীয় বাতাস তথা অক্সিজেন সরবরাহ করা।
(খ) চুল্লির মধ্যস্থিত পোড়া গ্যাসকে চুল্লি হতে চিমনি পথে বের করে দেওয়া।