ব্যাখ্যা: প্লাক্কলন/এস্টিমেটিং: সাধারণত কোনো কাঠামো নির্মাণের বিভিন্ন অংশ, বিভিন্ন সামগ্রী ও শ্রমশক্তি নিয়োগ, গুণগত, মানসম্মত এবং বাজার দরের সম্ভাব্য মূল্য নির্ণয় ও তথ্য সরবরাহ করাকেই প্রাক্কলন/এস্টিমেটিং বলে।
ব্যাখ্যা: অতিরিক্ত সিমেন্ট দিয়ে প্লাস্টারকৃত দেওয়ালের নিম্ন অংশকে ড্যাভো বলে। এটি প্লাস্টারকে অধিকতর প্রতিরোধী ক্ষমতাসম্পন্ন করে তোলে। এটি মেঝে বা দেওয়ালের থেকে পানি শোষণ রোধের জন্য ব্যবহৃত হয়।