Hints: Gravity শব্দটি noun কারণ word টির সাথে noun suffix ity রয়েছে। তাছাড়া gravity শব্দটি অর্থের দিক দিয়েও noun কারণ শব্দটির অর্থ অভিকর্ষ; মাধ্যাকর্ষণ শক্তি; গুরুতর অবস্থা; গঞ্জীর ভাব।
Hints: প্রদত্ত বাক্যে reply শব্দটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে। আর noun-এর ঠিক পূর্বে none, not কিংবা nothing বসে না কিন্তু no বসে। সুতরাং শূন্যস্থানে no বসবে।
3825. We could not buy anything because of the shops was open.
Hints: শূন্যস্থানে none ব্যবহৃত হবে কেননা none of the shops অর্থ কোনো দোকানই না। Nome ব্যবহার করে বাক্যের অর্থ আমরা কিছুই কিনতে পারলাম না কারণ কোনো দোকানই খোলা ছিল না।
3830. He told all about the battle. এখানে about শব্দটি-
Hints: Preposition-এর কাজ হলো noun বা pronoun-এর পূর্বে বসে বাক্যের দুই অংশের মধ্যে সম্পর্ক সৃষ্টি করা। এখানে about, battle (যুদ্ধ) সম্পর্কে সবকিছু বলার কথা বলা হয়েছে। বাক্যটির বাংলা দাঁড়ায়- সে যুদ্ধটি সম্পর্কে সবাইকে বলেছিল।
Hints: "Impoverish' শব্দটি হলো verb যার অর্থ দরিদ্র/নিঃস্ব করা; সদ্ গুণাবলি লুপ্ত করা। প্রদত্ত শব্দটির adjective এবং noun form হলো যথাক্রমে impoverished এবং impoverishment
3833. He was wise enough to accept the office. Here 'enough' is-
Hints: বাক্যে enough শব্দটি adjective wise কে modify করছে adverb: Wise-এর পূর্বে enough শব্দটি থাকলে তখন enough শব্দটি adjective হতো। সুতরাং enough শব্দটি বাক্যে adjective
3834. 'Swimming is a good exercise'. Here 'swimming' is a/an-
Hints: Verb + ing যুক্ত হয়ে যখন noun এবংverb-এর কাজ করে তাকে gerund বলে। প্রদত্ত বাক্যে swimming শব্দটি sub হিসেবে কাজ করায় শব্দটিকে noun এবং gerund উভয় বলা যায়। তবে gerund বলাটাই অধিক যুক্তিযোগ্য।
3835. We want to take legal action against the hoodlum. Here in this sentence 'to' is a/an-
Hints: To + verb-t simple form যোগে infinitive গঠিত হয়। To-এর পর যেহেতু tert! এর simple form রয়েছে। সুতরাং প্রদত্ত বাক্যে 'to' infinitive marker হিসেবে ব্যবহৃত হয়েছে।
Hints: Option- cute , acute, mute শব্দগুলোর অর্থ যথাক্রমে আকর্ষণীয়, তীব্র এবং বোবা আর সবগুলো শব্দই adjective Option গুলোর flute (বাঁশি) শব্দটি হলো একটি বাদ্যযন্ত্রের নাম যা noun।
3839. 'Walking is a good exercise'. The word 'walking' in the above sentence is a-
Hints: Verb-এর সাথে ing যুক্ত হয়ে যদি একই সাথে verb এবং noun-এর কাজ করে তখন তা gerund Gerund verb এর sub রূপে কাজ করে আর প্রদত্ত বাক্যে walking ও তাই করছে। সুতরাং walking বাকো gerund।
Hints: Option- someone, somebody এবং something হলো pronoun যা অন্য কোনো noun-এর পরিবর্তে ব্যবহৃত হয় কিন্তু someday শব্দটি হলো alverb যার অর্থ ভবিষ্যতে কোনো এক সময়ে।