Hints: Abscond, flee, escape, disappear শব্দগুলোর অর্থ অদৃশ্য হওয়া, দৃষ্টি বাইরে চলে যাওয়া, পলায়ন করা। আর yield অর্থ বশ্যতা স্বীকার করা। সুতরাং odd uord (আলাদা শব্দ) টি হলো yield।
Hints: Odd শব্দটি হলো Exacerisate যার অর্থ উত্তেজিত করা; আরও খারাপের দিকে নিয়ে যাওয়া যা option-এর বাকি শব্দগুলোর বিপরীত শব্দ। বাকি শব্দগুলোর অর্থ শান্ত করা বা প্রশমিত করা।
Present progressive বা present continuous tense এর উদাহরণ হলো (ঘ) They are gossiping / Present progressive-এর structure হলো sub + am/is/are + verb + ing |
Hints: Mediocore অর্থ খুব ভালো নয়, মাঝারি মানের; accraze অর্থ গড়পড়তা ধরনের, undistinguished অর্থ অখ্যাত, সাধারণ; exemplary অর্থ আদর্শস্বরূপ আর ordinary অর্থ সাধারণ। সুতরাং আলাদা অর্থাৎ ভিন্ন শব্দটি হলো Exemplary
7952. I shall - the work before I leave my office.
ভবিষ্যতে দুটি কাজ সম্পন্ন হবে এবং একটি কাজের আগে অন্যটি সম্পন্ন হবে এরূপ বুঝালে যে কাজটি আগে সম্পন্ন হবে সেটি future perfect (sub + shall havefwill have + D3 + others) এবং যে কাজটি পরে হবে সেটি future/present indefinite হবে। আবার before-এর আগে এবং after-এর পরে perfect অংশটি বসে এবং অন্য অংশে indefinite অংশ বসে। প্রদত্ত বাক্যটি future indifinite।
Hints: Yourn (আবুল আকাঙ্ক্ষা অনুভব করা)-এর বিপরীত শব্দ refuse (প্রত্যাখ্যান করা; অনিচ্ছা প্রকাশ করা)। অন্যদিকে desire অর্থ আকাঙ্ক্ষা করা, long অর্থ প্রতিক্ষা করা আর unite অর্থ সংযোগ সাধন করা।
Hints: Compassion (সমবেদনা)-এর সমার্থক শব্দ sympathy (সহানুভূতি)। অন্যদিকে compression অর্থ সংক্ষেপণসাধ্যতা, contraction অর্থ সংকোচন আর dislike অর্থ অপছন্দ।
7960. Which of the following is a correct plural word?
Option গুলোর মধ্যে plural form হলো peasantry যার অর্থ কোনো দেশের কৃষক সম্প্রদায়, কৃষক শ্রেণি। তাছাড়া অন্যান্য শব্দগুলো agendum, datum এবং phenomenon হলো singular number যাদের plural form হলো যথাক্রমে- agenda, data এবং phenomena