Option গুলোর মধ্যে singular number হলো phenomenon, যার plural form হলো phenomena। তাছাড়া option-এর অন্য word-গুলো হলো plural, যাদের singular number হলো যথাক্রমে datum, erratum এবং criterion
Already, recently, just now থাকলে বাক্যটি present perfect tense-এ হবে আর বাক্যে subject যেহেতু singular সুতরাং সাহায্যকারী verb হিসেবে has বসবে। অতএব সঠিক expression টি হলো has already arrived!
After দ্বারা দুটি clause যুক্ত থাকলে after-এর পরের clauseটি past perfect আর অপর clauselt past indefinite tense এ হয়। সুতরাং শূন্যস্থানে জন্য past perfect tense had stopped বসবে।
বাক্যে yesterday থাকার কারণে বাক্যটি past indefinite tense-এ হবে। আর meet verb-এর past form হলো met। সুতরাং বাক্যে met বসবে আর বাক্যটির বাংলা হবে: আমি গতকাল তার সাথে সাক্ষাত করলাম
7993. What is the past participle form of 'Split'?
Split (ভেঙে টুকরো হওয়া বা টুকরো করা)-এর past farm বা past participle একই অর্থাৎ split Split শব্দটিকে past form এবং past participle form করতে রূপের পরিবর্তন করতে হয় না।
7994. Complete the sentence: The train had started before-
অতীতের দুটি ঘটনা before দ্বারা যুক্ত থাকলে before-এর পূর্বের অংশ Past perfect এবং পরের অংশটি Past indefinite tense এ হবে। আর Past indefinite tense-এর structure হলো sub+verb-এর past form + obj। সুতরাং সঠিক উত্তর We reached the station.
7995. Select the right form of verb in the bracket: You ever (be) to London?
প্রদত্ত বাক্যে ever এবং বাক্যের শেষে question mark থাকায় বাক্যটি প্রশ্নবোধক present perfect tense-এ হবে। সঠিক বাক্য structure হবে- Have/has + sub + ever + verb এর p.p + বাকি অংশ। সুতরাং সঠিক উত্তর (খ)।
While দ্বারা যুক্ত দুটি clause থাকলে এবং while-এর পূর্বের clauseটি past indefinite tense হলে while পরবর্তী clause টি past continuous tense হয়। সুতরাং শূন্যস্থানে was cooking বসবে।