ব্যক্তির উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে tall এবং বস্তুর ক্ষেত্রে high হয়। উচ্চতা নির্ণয়ের একক (1.5) plural হওয়ায় tall-এর পূর্বে metres হবে। অতএব, সঠিক উত্তর (খ)।
8008. The examination - before I reached the hall.
Before conjunction দ্বারা দুটি clause যুক্ত হলে একটি past tense-এ আর অপর clauseটি past perfect tense-এ হবে। সুতরাং সঠিক expression টি হলো had started .
Interrogative বাক্যের ক্ষেত্রে auxiliary verb টি sub-এর পূর্বে বসে আর present indefinite tense-এর ক্ষেত্রে do বা does এবং verb-এর base form বসে। সুতরাং শূন্যস্থানের জন্য যথাযথ expression হলো does the train leave .
Hypothesis' Singular number। এর অর্থ প্রস্তাব বা অনুমান। এর plural হলো hypothesises | Media-এর singular medium, Agenda ও Syllabi-এর singular যথাক্রমে agendum syllabus
8016. Which of the following is a singular number?
Index (সূচক) শব্দটি singular number যার plural number হলো indexes বা indices | Cliffs, crises এবং mice শব্দগুলো plural এদের singular number যথাক্রমে cliff (উঁচু খাড়া পাহাড়), crisis (সংকটকাল) এবং mouse (ইঁদুর)।
যেসব word-এর singular এবং plural একই (যেমন: sheep, fish) সেসব word -কে zero plural marker বলে। এসব word-এর শেষে s/es যুক্ত হয় না। সুতরাং সঠিক উত্তর canon, যার singular এবং plural form একই।
Option গুলোর মধ্যে plural noun হলো diagnoses, যার singular form হলো diagnosis (রোগ নির্ণয়)। অন্যদিকে option-এর বাকি শব্দগুলো singular যাদের plural form যথাক্রমে crises, geese এবং classes।