একমাত্র plural number হলো quarters যার singular number হলো quarter (এক-চতুর্থাংশ, চার ভাগের এক ভাগ)। তাছাড়া index, goose এবং issue-এর plural form যথাক্রমে indices, geese এবং issues।
Hints: Option-গুলোর সব শব্দই সমার্থক হওয়ায় আলাদা বা ভিন্ন শব্দ নেই। Option-এর validate, ratify, certify এবং corroborate শব্দগুলোর অর্থ সত্য বলে দৃঢ়ভাবে সমর্থন করা; বৈধ বলে ঘোষণা করা। সুতরাং সঠিক উত্তর none।
Hints: Stanch - বন্ধ করা, শেষ করা। Ta reinfory-শক্তিশালী করা, ক্ষমতা বৃদ্ধি করা। Be uxak- দুর্বল হওয়া। Smooth out- মসৃণ করা, সমান করা। Put an end to- সাঙ্গ করা, শেষ করা, যবনিকাপাত করা।
Option-গুলোর মধ্যে singular number হলো formula যার plural formulas বা formulae। তাছাড়া fungi, agenda, data শব্দগুলো plural যাদের singular form যথাক্রমে fungus, agendum এবং datum।
Hints: Mr. (পুরুষের নামের আগে যুক্ত খেতাব; জনাব)-এর plural form হলো Messrs (সর্বজনাব)। অন্যদিকে Mrs হলো বিবাহিত স্ত্রীলোকের পারিবারিক নামের আগে যুক্ত খেতাব, বেগম। Mister (জনাব)-এর plural form Misters আর Ms. হলো বিবাহিতা বা অবিবাহিতা স্ত্রীলোকের নামের পূর্বে যুক্ত খেতাব।
Hints: সঠিক singular number হলো index যার plural form হলো indexes অথবা indices. তাছাড়া option এর বাকি তিনটি শব্দ plural। তবে politics শব্দটি বাক্যের অর্থভেদে singular ও plural উভয় হিসেবেই ব্যবহৃত হয়।
Information শব্দটি হলো uncountable অর্থাৎ যার কোনো plural form নেই। অন্যদিকে option-এর বাকি তিনটি শব্দের plural হলো যথাক্রমে mice, intensions এবং women
Hints: Scuttle শব্দটির অর্থ তড়িঘড়ি পালানো, দ্রুত পরিত্যাগ করা। (p) Verb হিসেবে- কপাটিকা খুলে দেয়া। (ul) Verb হিসেবে ফুটো করা, ফুটো করে জাহাজ ডুবিয়ে দেয়া। To teuse- উত্যক্ত করা, বিরক্ত করা। Abandon- পরিত্যাগ করা।
Option গুলোর মধ্যে একমাত্র plural noun হলো media যার singular form হলো medium। Option বাকি তিনটি singular noun-এর plural form যথাক্রমে data, analyses এবং radii