Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
2281. বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনে রয়েছে কোন সংস্থাটি?
BCIC
WASA
BTMC
BTTB
2282. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?
অ্যামোনিয়া
টিএসপি
ইউরিয়া
সুপার ফসফেট
2283. সরকারি বেসরকারি অংশীদারিত্বে প্রতিষ্ঠিত ব্যবসাকে সংক্ষেপে কী বলা হয়?
পিপিপি
জিজিজি
পিত
সবগুলোই
2285. BSTI এর পূর্ণ অভিব্যক্তি কী?
Bangladesh Salt Testing Institute
Bangladesh Strategic Training Institute
Bangladesh Society for Telecom & Information
Bangladesh Standard & Testing Institute
2286. আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল কী?
কয়লা
খনি থেকে আহরিত নাইট্রেট
প্রাকৃতিক গ্যাস
বাতাস থেকে আহরিত অক্সিজেন ও নাইট্রোজেন
2287. ইউরিয়া সারের কাঁচামাল -
অপরিশোধিত তেল
ক্রিংকার
এমোনিয়া
মিথেন গ্যাস
2288. যমুনা সার কারখানার বার্ষিক উৎপাদন --
৩ লক্ষ ৪০ হাজার মেট্রিক টন
৫ লক্ষ ৬১ হাজার মেট্রিক টন
৪ লক্ষ ২৫ হাজার মেট্রিক টন
৩ লক্ষ ৩০ হাজার মেট্রিক টন
2289. Bangladesh Industrial Technical Assistance Centre (BITAC) কী ধরনের প্রযুক্তিগত সহায়তা প্রদান করে?
লোকপ্রশাসন
ব্যবস্থাপনা উন্নয়ন
শিল্প
কুটির শিল্প
2290. কোন মন্ত্রণালয় Bangladesh Textile Mills Corporation (BTMC) নিয়ন্ত্রণ করে?
পাট ও বস্ত্র মন্ত্রণালয়
শিল্প মন্ত্রণালয়
পরিবেশ মন্ত্রণালয়
বাণিজ্য মন্ত্রণালয়
2291. যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?
ইউরিয়া
এমপি
টিএসপি
কম্পোস্ট
2292. বেসরকারি খাতে একক বৃহত্তম সার কারখানাটির নাম কী?
কর্ণফুলী সার কারখানা
যমুনা সার কারখানা
পলাশ সার কারখানা
ঘোড়াশাল সার কারখানা
2293. যমুনা সার কারখানাটি কোথায় অবস্থিত?
জামালপুর
সিরাজগঞ্জ
ময়মনসিংহ
টাঙ্গাইল
2294. BCIC এর পূর্ণরূপ কী?
Bangladesh Center for International Cricket
Bangladesh Chemical Industries Corporation
Bangladesh Council for International Cricket
Bangladesh Commerce and Industrial Corporation
2295. BITAC বা বিটাক কী?
লোক প্রশাসন কেন্দ্র
ব্যবস্থাপনা উন্নয়ন কেন্দ্র
কুটির শিল্প সংস্থা
শিল্প কারিগরি সাহায্য কেন্দ্র
2296. ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?
টিএসপি
ইউরিয়া
পটাশ
এমোনিয়া সালফেট
2297. ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন?
অর্থ মন্ত্রণালয়
পরিকল্পনা মন্ত্রণালয়
শিল্প মন্ত্রণালয়
বাণিজ্য মন্ত্রণালয়
2298. ট্রিপল সুপার ফসফেট / টিএসপি সার কারখানাটি কোথায়?
ঘোড়াশাল, নরসিংদী
আশুগঞ্জ, বি-বাড়ীয়া
পতেঙ্গা, চট্টগ্রাম
জাফলং, সিলেট
2299. পিপিপি'র পূর্ণরূপ কোনটি?
প্রাইভেট প্রাকটিস অন ফিজিক্স
পাবলিক প্রাইভেট পার্টনারশিপ
প্রাইভেট প্রাকটিস প্রসিকিউটর
প্রাইভেট প্রাকটিশনার অন পাবলিক হেলথ
2300. ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত সারের নাম কোনটি?
ইউরিয়া এবং এএসপি
টিএসপি এবং এএসপি
ইউরিয়া
ডিএপি