6. কনক্রিট ঢালাই কাজে ওয়াটার সিমেন্ট অনুপাত বেশি হলে ঘটবে?
তথ্য: পানি সিমেন্টঅনুপাত একটা ভগ্নাংশ সংখ্যা। এ অনুপাত কংক্রিটের শক্তির উল্টানুপাতিক। অর্থাৎ অনুপাতের মান যত কম হবে কংক্রিটের শক্তি তত বৃদ্ধি পাবে। সদ্য মিশ্রিত কংক্রিটের অবশ্য কার্যকারিতা থাকতে হবে। কারন পানি বেশি হলে ঢালাই করার সময় মোটা দানা উপাদান নিচে পড়ে যায় এবং উপরে সিমেন্ট গোলা ভেসে থাকে। আবার পানির পরিমান খুব কম হলে মিশ্রণ নাড়াচাড়া ও ঢালাই করা অসুবিধাজনক হয়। রাসায়নিক বিক্রিয়া ব্যাহত এবং কংক্রিটের ভিতর ফাকা থেকে যায়। ফলে হ্যানিকম্ব বা মধু চক্রিকার সৃষ্টি করে। উভয় অবস্থায় কংক্রিট দুর্বল হয়। সাধারনত পানির ওজন সিমেন্টর ওজনের অর্ধেক হলে চলে। তবে বিশেষ শক্তির কংক্রিটের জন্য অনুপাতও ভিন্ন হয়। যেমন:১:১:২ অনুপাতের কংক্রিটের জন্য পানি সিমেন্ট অনুপাত প্রায় ০.৪৫। ১:১.৫:৩ অনুপাতের জন্য ০.৫০ এবং ১:২:৪ অনুপাতের কংক্রিটের জন্য ০.৫৫-০.৬৬ হয়ে থাকে। উত্তর: খ
16. একটি পুকুরের আয়তন বের করার ক্ষেত্রে নিম্নের কোন তথ্যটি অপরিহার্য?
তথ্য: একটি পুকুরের আয়তন বের করার ক্ষেত্রে, দৈর্ঘ্য ও প্রন্থ দেওয়া থাকলে সর্বোচ্চ ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। বাট, ক্ষেত্রফল ও গভীরতা দেওয়া থাকলে আয়তন নির্ণয় সম্ভব।
উত্তর:ক