Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. একটি Simply supported uniformly loaded beam - এর সর্বোচ্চ bending moment হয় -
তথ্য: একটি Simply supported uniformly loaded beam এর সর্বোচ্চ শিয়ার ফোর্স উৎপন্ন হবে প্রান্তদ্বয়ের এবং সর্বোচ্চ বেল্ডিং মোমেন্ট উৎপন্ন হবে মাঝখানে। উত্তর: ক
মাঝখানে
প্রান্তদ্বয়ে
প্রান্ত থেকে ১/৩ অংশ দূরে
প্রান্ত থেকে ১/৩ অংশ দূরে
2. The unit of stress in M.K.S. units is (M.K.S. পদ্ধতিতে পীড়নের একক কোনটি)
ব্যাখ্যা: পূর্বে চাপের একক ছিল kg/cm² যা আমাদের সকলের জান্য। চাপ ও পীড়ন যেহেতু সমধর্মী তাই পীড়নের একক ও তখন ছিল kg/cm², সেই থেকে পীড়নের M.K.S. একক kg/cm² বলবৎ আছে। সঠিক উত্তর: (ঘ)
kg-cm
N/m²
kg/m²
kg/cm²
3. Minimum bending section (under pure bending) is - বেন্ডিং এর ক্ষেত্রে একটি নীরেট আয়তকার বীমের সর্বনিম্ন বেন্ডিং পীড়ন হয়।
½ of the maximum bending stress সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের দুই ভাগের এক ভাগ।
1/3 of the maximum bending stress (সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের তিন ভাগের এক ভাগ
¼ of the maximum bending stress সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের চার ভাগের এক ভাগ]
Zero (শূন্য)
4. ব্যবহারের পূর্বে pre-stress concrete girder- pre - stressing tendon দিয়ে-
তথ্য: প্রি-স্ট্রেসড কংক্রিট হল কংক্রিটের একটি রুপ যেখানে বাহ্যিক লোড প্রয়োগ করার আগে কংক্রিটের প্রাথমিক সংকোচন দেওয়া হয় যাতে পরবর্তী সময়কালে বাহ্যিক লোডের চাপ কাঙ্খিত পরিমানে প্রতিহত হয়। এই প্রাথমিক সংকোচনটি কংক্রিটের অংশে অবস্থিত উচ্চ শক্তির ইস্পাত তার(যাকে বলা হয় 'টেন্ডন') দ্বারা প্রবর্তিত। আসুন কনফিউশন দূর করি: অনেকে ভাবে, Pre- stressing tendon দিয়ে Tension Zone প্রয়োগ করা হয় কিন্তু এটা ভুল। মূলত, Tension Zone এর tendon এ Tension প্রয়োগ করা হয় এবং এই টেনশন কনক্রিটে compression হিসেবে প্রবর্তিত হয়। সুতরাং সঠিক উত্তর: খ ।
Tension Zone এ Tension প্রয়োগ করা হয়।
Tension Zone এ compression প্রয়োগ করা হয়
compression Zone এ Tension প্রয়োগ করা হয়
compression Zone এ compression প্রয়োগ করা ঘয়।
5. The bending stress and shearing stress at neutral axis of a simple beam section are respectively (বীম প্রস্থচ্ছেদের নিরপেক্ষ অক্ষে বেন্ডিং স্ট্রেস ও শিয়ারিং স্ট্রেস যথাক্রমে-)
maximum & maximum
minimum & maximum
maximum & minimum
minimum & minimum
6. শিয়ার ফোর্স ডায়াগ্রামে চিহ্ন পরিবর্তন বিন্দুকে বলে-
ইরপ্লেকশন বিন্দু
নিরপেক্ষ বিন্দু
বিপদজনক বিন্দু
নিষ্ক্রিয় বিন্দু
7. a বাহুবিশিষ্ট কোন বর্গাকৃতি বীমে M বেন্ডিং মোমেন্টের কারণে সৃষ্ট বেন্ডিং পীড়ন হবে-
6 M/a³
4 M/a3
3 M/a³
5 M/a³
8. ক্যান্টিলিভার বীমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হয়।
সার্পোটে
মাঝখানে
প্রাপ্ত হতে ১/৪ দূরে
প্রাপ্ত হতে১/৩দূরে
9. চিত্রে পীড়ন ও বিকৃতি ডায়াগ্রামে mild steel এর ductility কী হবে?
P বিন্দু
Y₁ বিন্দু
Y₂ বিন্দু
B বিন্দু
10. নিচের কোন গুণাগুণ যাচাইয়ের জন্য M.S rod এর tensile test করা হয়?
ব্যাখ্যা: Ductility = Maximum elongation of gauge length Original gauge length যা টেনসাইল টেস্টে percentage of elongation এর মাধ্যমে প্রকাশকরা হয়। সঠিক উত্তর: (a)
Ductility
Plasticity
Resilience
Elasticity
11. D পুরুত্ব বিশিষ্ট একটি slap এর main reinforcement এর সর্বোচ্চ spacing -
1d
2d
3d
4d
12. 10 সাধারনভাবে স্থাপিত L' মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি বীমে সমভাবে বিস্তৃত প্রতি মিটার w kg লোডের জন্য সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট-
WL²/4
WL²/8
WL²/22
. WL2/12
13. The minimum percentage of column's main reinforcement is কলামের প্রধান রিইনফোর্সমেন্টের এর সর্বনিম্ন শতকরা পরিমান-
1%
2%
3%
4%
14. সাধারণভাবে স্থাপিত সমভাবে বিস্তৃত লোডের বীমের সর্বোচ্চ বেডিং মোমেন্ট হয়-
সার্পোট
মাঝখানে
প্রা ন্ত হতে ১/৪ দূরে
প্রান্ত হতে১/৩দূরে
15. T ব্যাসবিশিষ্ট নিরেট শ্যাফটে D টর্কেও কারনে উৎপন্ন শিয়ার পীড়ন হবে-
16T / πd³
32T / πd³
16T / πd²
16T / πα4
17. ৬০ গ্রেড ইস্পাত এর মূল বৈশিষ্ট্য কী?
তথ্য: ৬০ গ্রেড স্টিল বলতে স্টিলের নমনীয় বিন্দুর শক্তি ৬০,০০০ পিএসআই গ্রেড বলে। উত্তর: খ
আলটিমেট স্ট্রেস্থ ৬০,০০০ পিএসআই
ইন্ড স্ট্রেন্থ ৬০,০০০ পিএসআই
ইলোনগেশন ৬০%
কনভার্ট এলিভেশন
18. L দৈর্ঘ্য বিশিষ্ট একটি Simply Supported Beam এর Mid point এ P লোড দিলে উহার সর্বোচ্চ Bending Moment কত?
ব্যাখ্যা: P লোড দুটি সাপোর্ট সমান ভাঘে ভাগ করে নিবে। যে কোন সাপোর্ট লোড = PL/2 এবং সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট= বল x সাপোর্ট হতে বলের লম্ব দূরত্ব = P/2 *L/2=PL/4
PL
PL/4
PL²
PL/2
19. Pick up the correct statement from the following:
Mcg-MM2+r2) where letters carry their usual meanings
Tcpm2+T2)where letters carry their usual meanings
The torque which when acting alone would produce maximum shear stress equal to the maximum shear stress caused by the combined bending and torsion, is called equivalent torque
All the above