Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. বিপদগ্রস্থ কাঠামোকে ঠেকনা দেবার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করাহয় তাকে বলে-
বিপদগ্রস্থ কাঠামোকে ঠেকনা দেবার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করাহয় তাকে বলে শোরিং।
underpinning
shoring
scaffolding
jacking
2. fineness modulus নির্ণয়ে সবচেয়ে সূক্ষ যে চালুনী ব্যবহৃত হয় তা হলো-
তথ্য: এটিই সর্বশেষ চালুনী। এর পাশে প্যান থাকে।
No 50
No 100
No 150
No 200
3. The uniformity co -efficient of soil is defiend as the ratio of (মাটির সমরুপতা সহগের অনুপাত)
D40 to D10
D 40 to D20
D50 10 D10
D60 10 D10
4. coulambs law অনুযায়ী মাটির shearing strenght হবে-
তথ্য: where, c = cohesion, P=normal stress on the plane andØ angle of internal friction.
c-p tanØ
c-c tan
c + p tan
p + c tan
5. The liquid limit minus plastic is termed as (লিকুইড লিমিট হতে প্লাস্টিক লিমিট বিয়োজনকে বলে -)
তথ্য: প্লাস্টিকতা সূচক মাটির নমুনা মুকনো ওজনের শতাংশে প্রকাশ করা হয়। এটি আদ্রতার পরিসরের আকার দেখায় যেখানে মাটি প্লাস্টিক থাকে। সাধারণভাবে প্লাস্টিকতা সূচক শুধুমাত্র উপস্থিত কাদামাটির পরিমানের উপর নির্ভর করে। লিকিইড লিমিট হতে প্লাস্টিক লিমিট বিয়োজনকে plasticity index বলে। উত্তর: (b)
flow index
Plasticity index
shrinkage index
liquidity index
6. The brick laid with its length parallel to the face of the wall is called a (দেয়ালের সমান্তরালে ইটের স্থাপনাকে বলে-)
তথ্য: প্রাচীরের মুখের সমান্তরাল দৈর্ঘ্যের সাথে স্থাপিত ইটটি স্ট্রেচার নামে পরিচিত।
stretcher
course
closer
header
7. দুটি সম স্প্যান বিশিষ্ট continuous slab এর প্রত্যেক span-এ center এর নিকট সর্বোচ্চ bending moment হবে-
তথ্য: প্রশ্ন দেখে নিশ্চই ভয় পেয়েছেন। এ গুলোকে বলে গুগলি টাইপের প্রশ্ন। মূল ব্যাপার হলো- দুটি সম স্প্যান বিশিষ্ট continuous slab কে বলে আংশিক অবিচ্ছিন্ন বীম। যার প্রত্যেক WL span এ সর্ব্বোচ্চ bending moment = হবে WL²/10. সঠিক উত্তর: B নোট: দুটি না বলে যদি ৩টি স্প্যান বলতো তবে পুরোপুরি অবিচ্ছিন্ন বীম হিসাবে সর্ব্বোচ্চ moment WL²/12 হতো।
WL²/8
WL²/10
WL²/2
WL²/12
8. প্লেন টেবিল সার্ভের জন্য কমপক্ষে কতগুলো স্টেশন আবশ্যক-
1
2
3
4
9. যে আকারের এগ্রিগেট সবচেয়ে বেশি ভয়েড সৃষ্টি করে-
Angular
Unuqalsized.
Round
None of this