18. গাথুনীতে মসল্লার জয়েন্ট শক্তি সম্পন্ন হওয়ার জন্য ন্যূনতম কত দিন কিউরিং করা প্রয়োজন?
তথ্য: কংক্রিট স্থাপন ও কম্পেকশন করার পর কিছুদিন অবিরাম ভাবে কংক্রিটকে আর্দ্র রাখার পদ্ধতিকে কিউরিং বলে। সাধারনত কংক্রিট স্থাপনের ২৪ ঘন্টা পর হতে আরম্ভ করে ২১ হতে ২৮ দিন পর্যন্ত কিউরিং করা হয়। তবে, ন্যূনতম ১৪ দিন কিউরিং করা প্রয়োজন। কিউরিং এর জন্য নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করা হয়। যেমন:
(ক) পানি ছিটিয়ে খ) পৃষ্টদেশ আবৃত করে। (ভেজা বস্তা, কচুরিপানা ইত্যাদি)।
গ) ঘের দিয়ে পানি আটকিয়ে (সমতল পৃষ্টের জন্য উপযোগী)