Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
21. সাধারণভাবে স্থাপিত সব বীমে ডিফ্লেকেশনের অনুমোদনযোগ্যসীমা কত?
১/৩২৫ x স্প্যান
১/২৫০ x স্প্যান
১/৩০০ x স্প্যান
১/২২৫ × স্প্যান
22. বিভিন্ন রকম প্রবাহ নির্ণয়ের জন্য নিচের কোন নচ প্রয়োজন?
তথ্য: এটি ভি নচ ক্রেস্টেও উপর জলের চূড়া পরিমাপ করে চ্যানেলের পানির প্রবাহ মিটারে ব্যবহৃত হয়। বিশেষত কম প্রবাহের হার পরিমাপ করার জন্য ভি নচ ওয়েয়ার বিশেষত ভাল, কারণ ভি নচের উপরের মাথাটি ছোট হওয়ার সাথে সাথে প্রবাহের অঞ্চল টি দ্রুত হ্রাস পায়। উত্তর: (গ)
আয়তাকার নচ
ট্রপিজিয়াম নচ
ভি নচ
স্টেটপড নয়
23. আয়তাকার চ্যানেলের ক্ষেত্রে সর্ব্বোচ্চ নির্গমন তখনই ঘটে যখন পানির গভীরতা প্রস্থের
অর্ধেক
সমান
তিনগুণ
দ্বিগুণ
24. বেজিনের সূত্রের সাহায্যে নির্গমনের সূত্র-
Acv(mi)
Ac√(m/i)
Acv (m)
Ac√ (m/c)
25. একটি পাম্প প্রতি মিনিটে ১০০০ লিটার পানি ৩০ মিটার উপওে উঠায়। পাম্পটির কর্মদক্ষতা ৭৫% হলে এর অশ্বক্ষমতা কত?
ব্যাখ্যা: কর্মদক্ষতা, π = 75%=0.75 P(output) = 1000x9.8x30/60=4900watt. P(input) = P(output)/ π = 4900/0.75-6533.33 Watt 6533.33/746HP=8.76HP উত্তর: (খ)
৮.০০ H.P (গ) (খ) (ঘ)
৯.০০ H.P
৮.৭৬ H.P
৯.২৫ H.P
26. ডিফারেনসিয়াল ম্যানোমিটার দ্বারা পরিমাপ করা যায়
ব্যাখ্যা: ডিফারেনসিয়াল ম্যনোমিটার একটি U tube যার মধ্যে ম্যানোমেট্রিক লিকুইড হিসাবে ভারী তরল পদার্থ থাকে এবং এর দুই বাহু যে দুই বিন্দুর চাপের পার্থক্য পরিমাপ করতে হবে সেই দুই বিন্দুতে সংযুক্ত থাকে। উত্তর:(গ)
উচ্চ চাপ
এক বিন্দুর চাপ
দুই বিন্দুর চাপ
কোনটিই নয়
27. L দৈর্ঘ্য বিশিষ্ট একটি ক্যান্টিলিভার বীমের উপর প্রতি একক দৈর্ঘ্য W লোড সমভাবে প্রয়োগ করা হলে সর্বোচ্চ বেডিং মোমেন্ট হবে -
WL²/4
WL2
WL²/8
WL²/2
28. কো ইফিসিয়েন্ট অব ডিসচার্জ এর মান সাধারনত কত হয়ে থাকে?
০.৬১ ও ০.৬৪ এর মধ্যে
০.৬৪ ও ০.৬৮ এর মধ্যে
০.৭৯
০.৯৭
29. কলামের ইউলারের সূএটি কি?
P = (π²E) L²
P = (π²EI) L
P = (π²EI) L²
P = (πΕΙ) L²
30. কক্ষের গোপনীয়তা রক্ষা করে আলো বাতাস নিয়ন্ত্রণ করা যায় কোনটি দিয়ে?
লুভার্ড ডোর
কলাপসিবল ডোর
রিভোলডিং ডোর
স্লাইডিং ডোর
31. ওয়াল ফুটিং ডিজাইন ক্যান্টিলিভার বীমের স্প্যান
(L-a)
(L+a)
(L-a)/2
(L+a) +2
32. সাধারণভাবে স্থাপিত সব বীমে ডিফ্লেকেশনের অনুমোদনযোগ্যসীমা কত?
১/৩২৫ x স্প্যান
১/২৫০ x স্প্যান
১/৩০০ x স্প্যান
১/২২৫ × স্প্যান
33. একটি ফ্রাটের সর্বোচ্চ কয়টি ধাপ থাকা উচিত?
তথ্য: উঠানামা সুবিধার জন্য প্রতি ফ্লাইটে ১১ থেকে টির বেশি ধাপ রাখা উচিত নয়। তবে এক ফ্লাইটে ১৫ টির বেশি এবং ৩ টির কম ধাপ যেন না থাকে। উত্তর: (গ)
১০ টি
১২ টি
১৫ টি
১৮ টি
34. L দৈর্ঘ্য বিশিষ্ট একটি সাধারণ বীমের প্রতি মিটারে W কেজি বিস্তৃত লোড কাজ করলে সর্বোচ্চ শিয়ার বল কত হবে?
WL²/2
WL/2
WL/4
কোনোটি নয়
35. রাজউক এর নিয়ম অনুসারে প্রাইভেট কার এর জন্য পাকিং এরিয়া কত?
২.৬ x ৪.৬ ব.মি.
২.২ x ৪.৪ ব.মি
২.৮ x ৪.৪ ব.মি.
২.৪ x ৪.২ ব.মি.
36. কংক্রিটের ক্ষেত্রে failure load and working load এর অনুপাত সাধারণত কত ধরা হয়?
১.২৫
২.২৫
২.৫০
২.৭০
37. নির্মাণ কাজ কত উচ্চতায় বেশি হলে স্ক্যাফোল্ডিং নির্মাণ করা হয় ?
ব্যাখ্যা: কোন কাঠামোর নির্মাণ কাজ বা দেওয়ালের গাথুনির কাজ করার সময় যখন নির্মাণ কাজ ১.৫ মিটারের বেশি উঁচুতে পৌঁছায়, তখন নির্মাণ সামগ্রী ও নির্মাণ কার্যে ব্যবহিত প্রয়োজনীয় যন্ত্রপাতি রেখে মিস্ত্রির কাজ চালিয়ে যাওয়ার সুবিধার্থে স্ক্যাফোল্ডিং নির্মাণ করা হয়। উত্তর: (ক)
১.৫ মিটার
২.০ মিটার
২.৫ মিটার
৩.০ মিটার
38. তরল পদার্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহের পথে কোন বাধা প্রাপ্ত হলে তা অতিক্রম করার পর পুনরায়
তথ্য: যখন তরল কতগুলো সুসংবদ্ধ স্তরে প্রবাহিত হয় এবং প্রবাহের তরলটির বিভিন্ন কণার মধ্যে কোনো সংঘর্ষ হয় না তাকে ধারারেখা বা স্তরিত প্রবাহ হয়। ধারারেখা প্রবাহের বিভিন্ন বিন্দুতে তরলটির কণার বেগ ও অভিমুখ সমান থাকে। কিন্তু যদি কোনো প্রবাহে তরলে কণাগুলির মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষ হয় তখন সেই প্রবাহের বিক্ষুব্ধ প্রবাহে পরিণত হয়। বিক্ষুব্ধ প্রবাহে সান্দ্র তরলের উপর স্থিতিশীল, ক্রান্তিশীল বা অস্থিতিশীল প্রভাব পড়তে পারে। উত্তর: (ঘ)
বৃদ্ধি পায়
বাধা প্রাপ্ত হয়
ঘর্ষণপ্রাপ্ত হয়
সংকুচিত হয়
39. একটি ছয়তলা বিশিষ্ট ভবনের নিচতলায় পানির পাইপ কী পরিমান চাপ বহন এ সক্ষম হওয়া প্রয়োজন?
1000 psi
2000 psi
3000 psi
4000 psi
40. R.C.C লিন্টেলে ব্যবহৃত কংক্রিট মিশ্রনের অনুপাত-
১:২:৩
১:২:৪
১:৩:৫
১:২:৪