62. কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
বহুবর্ণের উপযুক্ত মিলনের সন্ধি হয়। 'সম চয় সঞ্চয়' সঠিক সন্ধি বিচ্ছেদ। ম্-এর পর যেকোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনি সেই বর্গের নাসিক্য (ঙ, ঞ,ন) হয়ে যায়। এরুপ শঙ্কা (শম+কা), সন্তাপ (সম্ + তাপ)। রাজ্ঞী
(রাজ+নী), শয়ন (শ+অন), যদ্যপি (যদি+অপি)।