সিভিল ডিপার্টমেন্টের অনলাইন ক্লাস
সিভিল ডিপার্টমেন্টের জন্য নতুন স্পেশাল অনলাইন ব্যাচ। ক্লাসে যুক্ত হতে দ্রুত রেজিস্ট্রেশন করুন। এই ব্যাচে সিভিল ডিপার্টমেন্টর বেসিক থেকে (A to Z) সকল সাবজেক্টের ক্লাস নেওয়া হবে যেন চাকরি প্রস্তুতি ও Duet প্রিপারেশন একসাথে হয়ে যায়। এই কোর্স করলে চাকরি পরীক্ষায় ১০০% অংক কমন পাবেন। যারা এই স্পেশাল ব্যাচে যুক্ত হতে চান তারা এই ফরমটি পূরণ করুন। আসন সংখ্যা সীমিত তাই দ্রুত যুক্ত হন। এই কোর্সে যুক্ত হতে হলে মাসিক ৫০০ টাকা করে পেইড করতে হবে। ফি প্রি-পেইড সিস্টেম।
👉👉এই ব্যাচে যা যা সুবিধা পাবেন:
১. সকল বিষয় বেসিক থেকে ক্লাস করানো হবে । ক্লাস প্রাইভেট গ্রুপে লাইভে হবে এবং লাইভ ক্লাসের পর ভিডিও দেওয়া হবে।
২. অনলাইনে সরাসরি ক্লাস হবে তাই আপনি যে কোন স্থান থেকে ক্লাসে যুক্ত হতে পারবেন ও সরাসরি প্রশ্ন করতে পারবেন
৩. LGED ও রেলওয়ে সার্কুলারের পরিক্ষার জন্য স্পেশাল সাজেশন ও গাইডলাইন পাবেন এই ব্যাচে।
৪. ক্লাসের পর ক্লাসের হেন্ডনোট প্রদান করা হবে।
৫. যারা এই ব্যাচে যুক্ত হবেন তারা অনলাইনে নিয়মিত পরিক্ষা দিতে পারবেন।
৬. একবার কোর্স করলে যতদিন প্রয়োজন ভিডিও গুলো বার বার দেখার সুযোগ ও পড়াশোনা বিষয়ে গাইডলাইন পাবেন।
৭. আপনার ডিপার্টমেন্টে যে কোন প্রব্লেমে তখন সমাধান পাবেন।
৮. মাসিক ফি পেইড করার সুবিধা পাবেন।
৯. এই একাটা কোর্স করলে এডমিশন, জব প্রিপারেশন সহ যে কোন ক্ষেত্রে ডিপার্টমেন্টে আপনি Strong হবেন।
১০. সবগুলো ক্লাস আমি নিজেই নিব, মানে বুঝতেই পারতেছে ক্লাসগুলো কেমন হবে।
১১. ক্লাসের পাশাপাশি প্রত্যেক বিষয়ের উপর ফ্রী পরিক্ষা নেওয়া হবে।
মুখস্থ পড়াশোনা অন্ধের মত যা কখনো সফলতা পায় না
👉👉তাই আগে ডিপার্টমেন্ট বেসিক থেকে কমপ্লিট করুন। এডমিশন দিন বা জব প্রিপারেশন নিন বা বিএসসি করুন এই কোর্সটি করলে ডিপার্টমেন্ট একবারে বেসিক থেকে ক্লিয়ার হবেন।
মার্চ মাসের ১০ তারিখে ক্লাস শুরু হবে (মাস হিসাব হবে ১০ তারিখ থেকে পরের মাসের ১০ তারিখ -- ১ মাস)। ক্লাসের রুটিন গ্রুপে জয়েন করলে পাবেন । রাত ৭ টা থেকে ৮ টা পর্যন্ত। সবগুলো ক্লাস আমি (Himalay Sen) নিজেই নিব।
Total Department Course Duration: 4 month (+ -)
Bkash/Nagad(Personal): Send Money
01792129022
Rocket (Personal): Send Money
015178335926
ফি পেইড করলে গ্রুপে এড করা হবে। প্রথম মাসের ফি (৫০০ টাকা) বিকাশ/নগদ/রকেটে থেকে নিচের নাম্বর গুলোতে সেন্ড মানি করে ফর্মটি পূরণ করুন ও Himalay Sen স্যারকে ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে ফি পেইড করার লাস্ট নাম্বার জানিয়ে দিন।
All Class Taken By
Himalay Sen
Sub-Assistant Engineer, PWD
Founder & CEO, Engineering Classroom (Youtube)
Himalay Sen
Student reviews
Sarah Johnson
Excellent course! John explains everything clearly and the projects are really helpful. I went from knowing nothing about web development to building my own websites.
Mike Chen
This course is worth every penny. The curriculum is well-structured and up-to-date with industry standards. I got a job as a frontend developer 3 months after completing it!
Lisa Brown
Great course with practical projects. The only thing I'd suggest is more advanced JavaScript topics, but overall it's a solid foundation for beginners.
This course includes:
- 2 classes with content
- 1 mentors
- Access on mobile and desktop
- Lifetime access