8. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
বাংলাদেশ সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদের বাইরে একটি বিলুপ্তসহ মোট ৭টি তফসিল রয়েছে। এর মধ্যে চতুর্থ তফসিল মূলত ১৫০ অনুচ্ছেদেরই সংযুক্ত অংশ। ১৫০ অনুচ্ছেদে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি উল্লেখ আছে। এই তফসিলে গণপরিষদে ভঙ্গকরণ, প্রথম নির্বাচন, ধারাবাহিকতা রক্ষা ও অন্তর্বর্তী ব্যবস্থাবলি, কতিপয় ফরমান বৈধকরণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, বিচার বিভাগ, আপিলের অধিকার, নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, সরকারি কর্ম পদে বহাল থাকার জন্য শপথ, স্থানীয় শাসন, করারোপ, অন্তর্বর্তী আর্থিক ব্যবস্থাসমূহ, অতীত হিসাবের নিরীক্ষা, সরকারের সম্পত্তি, পরিসম্পৎ, স্বত্ব, দায়-দায়িত্ব ও বাধ্যবাধকতা, আইনের উপযোগীকরণ ও অসুবিধা দূরীকরণ-এ বিষয়গুলোর ব্যাখ্যা দেওয়া আছে। এ কারণে সামরিক শাসনকে বৈধতা দিতে চতুর্থ তফসিলের অপব্যবহার করা হয়। পঞ্চম তফসিলে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ, ষষ্ঠ তফসিলে ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা এবং সপ্তম তফসিলে ১৯৭১ সালে ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র উল্লেখ আছে।