কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে বিভিন্ন কম্পিউটিং রিসোর্স, যেমন- হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার ব্যবহার করাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। উল্লেখিত অপশনগুলোর প্রতিটি ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিস মডেল।
147. একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে-
অপারেটিং সিস্টেম হলো সিস্টেম সফ্টওয়্যার, যা সফ্টওয়্যার ও হার্ডওয়্যারের রিসোর্সগুলো পরিচালনা করে এবং কম্পিউটারের প্রোগ্রামগুলোর পরিষেবা সরবরাহ করে। তাই অপারেটিং সিস্টেম ব্যতীত কোনো কম্পিউটার বুট করতে পারে না।
ট্রপোবিরতির উপরের দিকে প্রায় ৫০ কিমি পর্যন্ত স্ট্রাটোমণ্ডল নামে পরিচিত। এই স্তরেই ওজোন (০১) গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে। এ ওজোন স্তর সূর্যের আলোর বেশির ভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয়।
পানির তাপমাত্রা বাড়লে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। একইভাবে লবণাক্ততা বাড়লে পানিতে দ্রবীভূত অক্সিজেন অনেক কমে যায়। আবার যে পানিতে কঠিন বন্ধু (লবণ) বেশি দ্রবীভূত থাকে সে পানিতে অক্সিজেনের পরিমাণ কম। যেমন: সমুদ্রের পানিতে কঠিন বস্তু (লবণ) দ্রবীভূত থাকে, কিন্তু নদীর পানিতে থাকে না। ফলে সমুদ্রের পানি, এবং ভূগর্ভস্থ পানির তুলনায় নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে।
152. যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে-
Machine Language একটি Low-Level Programming Language। এই ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারী কোডে অর্থাৎ ০ এবং 1 দিয়ে লেখা হয়। ০ মানে Low voltage এবং 1 মানে High voltage 10 এবং 1 কে Binary digit বা সংক্ষেপে Bit বলা হয়।
প্রক্সিমা সেন্টাউরি সূর্যের নিকটতম নক্ষত্র। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৪.২ আলোকবর্ষ। এটি খুব কম ভরের লাল বামন নক্ষত্র। স্কটিশ জ্যোতির্বিদ রবার্ট আইনেস ১৯১৫ সালে এই নক্ষত্র আবিষ্কার করেন। প্রক্সিমা সেন্টাউরি বা আলফা সেন্টাউরি-সি হলো আলফা সেন্টাউরি নক্ষত্রপুঞ্জের অন্তর্গত তিনটি নক্ষত্রের মধ্যে তৃতীয় নক্ষত্র। আলফা সেন্টাউরি নক্ষত্রপুঞ্জের অপর দুইটি নক্ষত্র হলো আলফা সেন্টাউরি-এ এবং আলফা সেন্টাউরি-বি।
অ্যাপাচি ওয়েব সার্ভার (Apache Web Server) বা অ্যাপাচি এইচটিটিপি (Apache HTTP Server) হলো একটি সার্ভার প্রোগ্রাম, যেটি HTTP প্রোটোকল ব্যবহার করে ওয়েব পেজ সার্ভ করার কাজে ব্যবহৃত হয়।
158. একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম-
কিউ (Queue) ডেটা স্ট্রাকচারের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিউ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। Queue হলো কতগুলো আইটেমের এমন একটি সংগ্রহশালা যেখানে নতুন আইটেমগুলো এক
প্রান্তে সংযোজিত হয় এবং অপর প্রান্ত থেকে পুরানো আইটেমগুলো অপসারণ করা হয়।
Bluetooth-এর কভারেজ এরিয়া সাধারণত 10-100 মিটার। Wi-Fi বা Wireless Fidelity-এর কভারেজ এরিয়া 50-200 মিটার। Wi-Max বা Worldwide Interoperability for Microwave Access-এর কভারেজ এরিয়া 50 কিমি পর্যন্ত হয়ে থাকে।
বুলিয়ান ফাংশন সরলীকরণ করার জন্য ডি-মরগ্যান দুটি সূত্র আবিষ্কার করেন। দুই চলকের জন্য ডি-মরগ্যানের উপপাদ্য-
১. A+B= A.B
२. A.B = A+B
তিন চলকের ক্ষেত্রে ডি-মরগ্যানের উপপাদ্য-
১. A+B+C=A.B.C
2. A.B.C=A+B+C