Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম জাতীয় সংসদ বা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ ১৯৭৩ (বুধবার)। আর সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর ২০১৮।
৭ মার্চ ১৯৭৩
১৭ মার্চ ১৯৭৩
২৭ মার্চ ১৯৭৩
৭ মার্চ ১৯৭৪
2. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
পাহাড়, নদী ও ঝরনার মিলনে অপরূপ সুন্দর একটি জেলা বান্দরবান। বান্দরবান- কেরানীহাট সড়কের পাশে হলুদিয়া নামক স্থানে ২৫ একর জায়গা জুড়ে সৃষ্ট কৃত্রিম জলাশয়ের নাম 'প্রান্তিক হ্রদ'। নানা প্রজাতির গাছগাছালিতে ভরপুর অপূর্ব সুন্দর এ হ্রদটিতে রয়েছে উন্মুক্ত মাটির মঞ্চ, বিশ্রামাগার, পিকনিক স্পট, উঁচু গোল ঘর ইত্যাদি।
রাঙামাটি
খাগড়াছড়ি
বান্দরবান
সিলেট
3. স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব (You Tube) প্রতিষ্ঠা করেন?
জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। বাংলাদেশি বংশোদ্ভূত জাবেদ করিম, স্টিভ চেন ও চাড হার্লি যৌথভাবে ইউটিউব প্রতিষ্ঠা করেন।
জাবেদ করিম
ফজলুল করিম
জাওয়াদুল করিম
মঞ্জুরুল করিম
4. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
বাংলাদেশ সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদের বাইরে একটি বিলুপ্তসহ মোট ৭টি তফসিল রয়েছে। এর মধ্যে চতুর্থ তফসিল মূলত ১৫০ অনুচ্ছেদেরই সংযুক্ত অংশ। ১৫০ অনুচ্ছেদে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি উল্লেখ আছে। এই তফসিলে গণপরিষদে ভঙ্গকরণ, প্রথম নির্বাচন, ধারাবাহিকতা রক্ষা ও অন্তর্বর্তী ব্যবস্থাবলি, কতিপয় ফরমান বৈধকরণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, বিচার বিভাগ, আপিলের অধিকার, নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, সরকারি কর্ম পদে বহাল থাকার জন্য শপথ, স্থানীয় শাসন, করারোপ, অন্তর্বর্তী আর্থিক ব্যবস্থাসমূহ, অতীত হিসাবের নিরীক্ষা, সরকারের সম্পত্তি, পরিসম্পৎ, স্বত্ব, দায়-দায়িত্ব ও বাধ্যবাধকতা, আইনের উপযোগীকরণ ও অসুবিধা দূরীকরণ-এ বিষয়গুলোর ব্যাখ্যা দেওয়া আছে। এ কারণে সামরিক শাসনকে বৈধতা দিতে চতুর্থ তফসিলের অপব্যবহার করা হয়। পঞ্চম তফসিলে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ, ষষ্ঠ তফসিলে ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা এবং সপ্তম তফসিলে ১৯৭১ সালে ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র উল্লেখ আছে।
৪র্থ তফসিল
৫ম তফসিল
৬ষ্ঠ তফসিল
৭ম তফসিল
5. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?
বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানকে প্রথম সমাহিত করা হয় ভারতের আমবাসা গ্রামে। পরবর্তীতে হামিদুর রহমানের দেহাবশেষ ভারত থেকে ফিরিয়ে এনে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় ১১ ডিসেম্বর ২০০৭। উল্লেখ্য, মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় ২৩ জুন ২০০৬। তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় ২৫ জুন ২০০৬।
সিপাহি মোস্তফা কামাল
ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
সিপাহি হামিদুর রহমান
6. সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়?
বাংলাদেশ সংবিধানের ২৫ নং অনুচ্ছেদের আলোকে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হবে জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের নীতিসমূহের প্রতি শ্রদ্ধা। অন্যদিকে ২২, ২৩ এবং ২৪ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় যথাক্রমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, জাতীয় সংস্কৃতি এবং জাতীয় স্মৃতিনিদর্শন প্রভৃতি।
অনুচ্ছেদ ২২
অনুচ্ছেদ ২৩
অনুচ্ছেদ ২৪
অনুচ্ছেদ ২৫
7. বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
বাংলাদেশের রপ্তানির তুলনায় আমদানি বেশি হওয়ায় বৈদেশিক বাণিজ্যের লেনদেন ভারসাম্য দেশের বিপক্ষে থাকে। এক্ষেত্রে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স বাণিজ্য ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২০-২১ অর্থবছরে সাময়িক হিসাবে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যে ১৭,২২৭ মিলিয়ন মার্কিন ডলার ঘাটতি ছিল এবং এ সময় রেমিট্যান্স প্রাপ্তির পরিমাণ ছিল ২০,৪৬৩ মিলিয়ন মার্কিন ডলার। ফলে দেশের বৈদেশিক লেনদেনের সার্বিক ভারসাম্যে ৭,৪৯৮ মিলিয়ন মার্কিন ডলার উদ্বৃত্ত সৃষ্টি হয়।
IDA credit-এর মাধ্যমে
IMF-এর bailout package-এর মাধ্যমে
প্রবাসীদের পাঠানো remittance-এর মাধ্যমে
বিশ্বব্যাংকের budgetary support-এর মাধ্যমে
8. কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়-
টাঙ্গাইল জেলার কাগমারির সন্তোষে 'কাগমারি সম্মেলন' অনুষ্ঠিত হয় ৭-১০ ফেব্রুয়ারি ১৯৫৭। এই সম্মেলনের সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। এ সম্মেলনের মাধ্যমে তিনি স্বায়ত্তশাসনের দাবি জোরালোভাবে তুলে ধরেছিলেন।
রোজ গার্ডেনে
সিরাজগঞ্জে
সন্তোষে
সুনামগঞ্জে
9. কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
বাংলাদেশ সংবিধানের ৭খ অনুচ্ছেদ বলে সংবিধানের মৌলিক বিধানাবলি সংশোধন অযোগ্য। সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, অনুচ্ছেদ ৭-এ সংবিধানের প্রাধান্য এবং অনুচ্ছেদ ৮-এ রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোকপাত করা হয়েছে।
অনুচ্ছেদ ৭
অনুচ্ছেদ ৭(ক)
অনুচ্ছেদ ৭(খ)
অনুচ্ছেদ ৮
10. কে বীরশ্রেষ্ঠ নন?
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৫ ডিসেম্বর ১৯৭৩ সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ৪২৬ জন মুক্তিযোদ্ধাকে ৪ ধরনের বীরত্বসূচক খেতাব প্রদান করে। তাদের মধ্যে ৭ জনকে সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। তারা হলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান, সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল, ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
হামিদুর রহমান
মোস্তফা কামাল
মুন্সী আব্দুর রহিম
নূর মোহাম্মদ শেখ
11. ঐতিহাসিক 'ছয় দফা দাবিতে' যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না-
৫ ফেব্রুয়ারি ১৯৬৬ বঙ্গবন্ধু ঘোষিত ছয় দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। ছয় দফার বাকি দফাগুলো হলো: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা; মুদ্রা ও অর্থ সম্বন্ধীয় ক্ষমতা; রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা; বৈদেশিক বাণিজ্যবিষয়ক ক্ষমতা ও আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। বিচার ব্যবস্থা ঐতিহাসিক 'ছয় দফা দাবিতে' অন্তর্ভুক্ত ছিল না।
শাসনতান্ত্রিক কাঠামো
কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
বিচার ব্যবস্থা
12. বঙ্গবন্ধুকে কখন 'জুলিও কুরী' শান্তি পুরস্কার প্রদান করা হয়?
[Note: বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদকে ভূষিত করা হয় ১০ অক্টোবর ১৯৭২ এবং পদক প্রদান করা হয় ২৩ মে ১৯৭৩।
২০ মে ১৯৭২
২১ মে ১৯৭২
২২ মে ১৯৭২
২৩ মে ১৯৭২
13. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
বাংলাদেশের সংসদ নেতা ও সংসদ উপনেতা সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে নির্বাচিত হন। ৭ মার্চ ১৯৭৩ অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত দেশের প্রথম জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উপনেতা নির্বাচিত হন আসাদুজ্জামান খান। মোহাম্মদ উল্লাহ ছিলেন জাতীয় সংসদের প্রথম স্পিকার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মোহাম্মদউল্লাহ
তাজউদ্দীন আহমদ
ক্যাপ্টেন এম মনসুর আলী
14. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
পার্বত্য জেলা খাগড়াছড়ির দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- আলুটিলা গুহা, রিছাং ঝরনা, হর্টিকালচার পার্ক, মায়াবিনী লেক, শান্তিপুর অরণ্য কুটির ইত্যাদি। খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় সমুদ্র সমতল থেকে ৩০০০ ফুট উচ্চতাবিশিষ্ট আলুটিলা বা আরবারী পাহাড়ে আলুটিলা গুহা অবস্থিত। এ গুহাটি খুবই অন্ধকার ও শীতল, যার তলদেশে রয়েছে প্রবহমান ঝরনা।
খাগড়াছড়ি জেলায়
রাঙামাটি জেলায়
বান্দরবান জেলায়
কক্সবাজার জেলায়
15. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য ৫টি। যথা- পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তবর্তী রাজ্য ২টি। যথা- রাখাইন (আরাকান) ও চিন।
৩টি
৪টি
৫টি
৬টি
16. মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮, থিয়েটার রোডে 'বাংলাদেশ বাহিনী' কখন গঠন করা হয়?
শক্তিশালী পাকিস্তানি বাহিনীকে মোকাবেলা করার জন্য মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকারের কার্যালয় কলকাতার ৮ থিয়েটার রোডে (বর্তমানে শেক্সপিয়র সরণি) বাংলাদেশ বাহিনী গঠন করা হয় ১০ এপ্রিল ১৯৭১। এই দিনে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বেতার ভাষণে সারা দেশকে ৮টি রণাঙ্গনে ভাগ করেন। ১৪ এপ্রিল এম.এ.জি ওসমানীকে মুক্তিবাহিনীর (বাংলাদেশ বাহিনী) প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়। পরবর্তীতে তাজউদ্দীন আহমদের সভাপতিত্বে ৮টি রণাঙ্গনের অধিনায়কদের এক সভায় সারা দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
এপ্রিল ১০, ১৯৭১
এপ্রিল ১১, ১৯৭১
এপ্রিল ১২, ১৯৭১
এপ্রিল ১৩, ১৯৭১
17. কোন উপজাতিটির আবাসস্থল 'বিরিশিরি' নেত্রকোনায়?
বাংলাদেশের অন্যতম উপজাতি গারো। ময়মনসিংহ জেলার গারো পাহাড়ি এলাকায় এদের মূল ঘাঁটি। তাছাড়া শেরপুর, নেত্রকোনা, রংপুর, জামালপুর, সিলেট ও মৌলভীবাজার জেলায়ও গারোরা বাস করে। বিরিশিরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি রয়েছে।
সাঁওতাল
গারো
খাসিয়া
মুরং
18. পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। পাকিস্তান, ইরান ও তুরস্ক বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ২২ ফেব্রুয়ারি ১৯৭৪।
ফেব্রুয়ারি ২০, ১৯৭৪
ফেব্রুয়ারি ২১, ১৯৭৪
ফেব্রুয়ারি ২২, ১৯৭৪
ফেব্রুয়ারি ২৩, ১৯৭৪
19. বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?
বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ। তবে সেন্টমার্টিন দ্বীপেরই বিচ্ছিন্ন অংশ ছেড়া দ্বীপ হলো দক্ষিণের সর্বশেষ বিন্দু। ভোলা বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ। দক্ষিণ তালপট্টি বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী দ্বীপ। বর্তমানে এ দ্বীপটির অস্তিত্ব নেই।
দক্ষিণ তালপট্টি
সেন্টমার্টিন
নিঝুম দ্বীপ
ভোলা
20. বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল?
২৭ মার্চ ১৯৯৬ বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পাস হয়, যার বিষয়বস্তু ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন। উল্লেখ্য, ৩০ জুন ২০১১ সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রদ করা হয়।
বহুদলীয় ব্যবস্থা
বাকশাল প্রতিষ্ঠা
তত্ত্বাবধায়ক সরকার
সংসদে মহিলা আসন