1. সর্বোচ্চ ৭২% লোহা থাকে..... রডে।
ম্যাগনাটাইট, হেমাটাইট, লিমোটাইট, সাইড্রাইট হল লোহার আকরিক। ম্যাগনাটাইট হল লোহার আকরিকের সর্বোত্তম মানের এবং এতে ৭২% বিশুদ্ধ লোহা রয়েছে। হেমাটাইট ৬০% থেকে ৭০% বিশুদ্ধ লোহা আকরিক থাকে। লিমোটাইট ৪০% থেকে ৬০% বিশুদ্ধ আয়রন ধারণ করে। সাইডোরাইটে অনেক অমেধ্য রয়েছে এবং এতে মাত্র ৪০% থেকে ৫০% বিশুদ্ধ আয়রন রয়েছে।