3. ত্রিভুজায়নে কোন ত্রিভুজের কোণের সর্ব্বোচ্চ মান কত-
ব্যাখ্যা: শিকল জরিপের ত্রিভূজায়ন কালে যে ত্রিভুজের কোন কোনই ১২০ ডিগ্রী এর বেশি বা ৩০ ডিগ্রীর কম হয় না সেই ত্রিভুজকে সুঠাম ত্রিভূজ বলে। ত্রিভূজায়ন জরিপে প্রতিটা ত্রিভুজ সুঠাম হতে হবে এজন্য ত্রিভুজায়ন জরিপে সর্ব্বোচ্চ কোন হবে ১২০ ডিগ্রী।
সঠিক উত্তর: গ
7. ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
তথ্য: ২০২২ ফিফা বিশ্বকাপ হচ্ছে ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার ২২তম আসর এবং পুরুষদের আর্ন্তজাতিক সংস্থার ফুটবল চ্যাম্পিয়নশিপ যেখানে প্রতিদ্বনিদ্বতা করবে ফিফা অ্যাসোসিয়েশনর সদস্য দেশের জাতীয় দলসমূহ। এটি ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত রয়েছে। পুনশ্চ: গত আসরের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হচ্ছে ফ্রান্স।
তথ্য: মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করে ডিএনএ (DNA- Deoxyribonucleic Acid)। তবে মেলানিন নামক একধরনের পদার্থ এক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা রাখে। সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম, সকল প্রকার জৈবনিক কার্যের নিয়ন্ত্রণ এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক এসিড তাকে DNA বলে।
HIV (Human Immunodeficiency Virus)
এমন একটি ভাইরাস যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে মানবদেহে মরণবাধি এইডস রোগের সৃষ্টি করে। আরও কিছু ভাইরাসজনিত রোগ হলো-জান্ডিস, হাম, জলাতঙ্ক ইত্যাদি।
তথ্য: ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯) কবি ও সাংবাদিক। তিনি ঈশ্বর গুপ্ত নামে সমধিক পরিচিত। এছাড়া অনেকে তাকে গুপ্ত কবি বলেন। তবে বাংলা সাহিত্যে ঈশ্বর গুপ্ত (১৮১২-১৮৫৯) কবি ও সাংবাদিক। তিনি ঈশ্বর গুপ্ত নামে সমধিক পরিচিত। এছাড়া অনেকে তাকে গুপ্ত কবি বলেন। তবে বাংলা সাহিত্যে ঈশ্বর গুপ্ত যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত।