20. ইটের স্থায়ীত্বতা বৃদ্ধির জন্য কোন উপাদান ব্যবহার করা হয়-
ব্যাখ্যা: ইটের মাটি (Brick Clay): ইট তৈরী বা মৃৎশিল্প ব্যবহার উপযোগী মাটি। সাধারনত লৌহ, ক্যালসিয়াম ও অন্যান্য উপাদান ধারণকারী অশোধিত মাটিকে ইটের মাটি বলা হয়। ইটের মাটির প্রধান প্রধান রাসায়নিক উপাদানসমূহ হচ্ছে: সিলিকা, অ্যালুমিনা, লৌহ অক্সাইড, ম্যাগনেশিয়া, চুন ও ক্ষার। এসব উপাদানের সামান্যতম হেরফের উৎপাদিত সামগ্রীর গুণাগুণ ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইটের মাটিতে অল্প পরিমাণে সূক্ষ গুড়ো চূণ থাকতে হবে। এটি সিলিকাকে (প্রয়োজনীয় অংশের) ১৬৫০° সেন্টিগ্রেট ফার্নেস তাপমাত্রায় গলতে সক্ষম কওে এবং ইটের কণাকে একত্রে আবদ্ধ করে যার ফলে শক্তিশালী এবং টেকসই ইট তৈরী হয়।
সঠিক উত্তর: খ