Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে?
বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান, যেখানে রয়েছে উভয় পাশে ধানের শীষবেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পরযুক্ত পাতা, তার উভয় পার্শ্বে দুটি করে তারকা। এছাড়া রাষ্ট্রীয় প্রতিক বা মনোগ্রামের ডিজাইনার এএন সাহা।
এএন সাহা
রফিকুন্নবী
কামরুল হাসান
জয়নুল আবেদীন
2. অমিত একটি সংখ্যাকে ৫ দ্বারা গুণ করার পরিবর্তে ভুলবশত ৫ দ্বারা ভাগ করে ফেলেছে। এই ভুলের কারণে ফলাফল কত শতাংশ পরিবর্তিত হয়েছে?
৯৫%
৯৬%
৯৮%
১০০%
3. পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
ব্যাখ্যাঃ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র হলো বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পায়রায় নির্মিত দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র (১৩২০ মেগাওয়াট ক্ষমতার)। চীনের চায়না মেশিনারিজ কোম্পানি ও বাংলাদেশের নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি কর্তৃক নির্মিত আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি (১৩তম বিশ্বে) ব্যবহার করে স্থাপিত বিদ্যুৎকেন্দ্রটি ২১ মার্চ, ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।
ময়মনসিংহ
নেত্রকোনা
পটুয়াখালী
রংপুর
কোনোটিই নয়
4. রাজউকের পূর্ববর্তী নাম কী ছিল?
রাজধানী উন্নয়ন ট্রাস্ট
ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট
রাজধানী উন্নয়ন বোর্ড
ঢাকা উন্নয়ন বোর্ড
কোনোটিই নয়
5. একটি বৃত্তের ব্যাস ৫০% কমে গেলে, বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ কমে যাবে?
৮০%
১০০%
৪০০%
৫০০%
৭৫%
6. Jannat's height is the same..... my height.
the
as
of
an
7. রাজু ও তার বন্ধুরা একটি রেস্টুরেন্টে খেয়ে ১২০০ টাকায় বিল দিল। এর মধ্যে শুধু খাবারের মূল্যের উপর মোট ১৫% ভ্যাট এবং ১০% সার্ভিস চার্জ। শুধু খাবারের মূল্য কত?
৯৬০ টাকা
১০৫০ টাকা
১০০০ টাকা
১১০০ টাকা
8. . একটি কারখানায় পুরুষ ও মহিলা শ্রমিকের অনুপাত ১: ২ এবং কারখানায় ৩৬ জন শ্রমিক রয়েছে। অনুপাত ১:১ করতে কত জন পুরুষকে যোগদান করতে হবে?
১০
১২
9. Samia claims that cats made the best pets.
made the best pets
would be the best pets
make the best pets
make of the best pets.
had the best pets
10. বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর নাম কী?
জনাব উবায়দুল মোকতাদির
কামরুজ্জামান চৌধুরী
মোঃ মোস্তাফিজুর রহমান
শরীফ আহমেদ
11. একজন খুচরা দোকানদার একটি ঘড়ি ক্রয় করে ৪৯৫ টাকায় ঘড়িটি বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। দোকানদারের জন্য ঘড়িটির ক্রয়মূল্য কত?
৫০০
৫৫০
৬০০
৭০০
12. একটি আয়তাকার জমির প্লটের চার পাশের তিনটি বরাবর একটি বেড়া রয়েছে। বেড়াবিহীন দিক এবং বেড়াবিহীন দিকের বিপরীত দিকের দৈর্ঘ্য অন্য দুটি বাহুর দৈর্ঘ্যের তিনগুণ। প্লটের ক্ষেত্রফল ৪৩২ বর্গফুট হলে বেড়ার মোট দৈর্ঘ্য কত ফুট?
৬০
৭২
৮০
৯০
13. That's hard story to believe!
a
an
the
for
of
14. জাতিসংঘ দিবস কোনটি?
১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কার্যক্রম শুরু হওয়ায় ১৯৭২ সাল থেকে ঐ দিনটি 'জাতিসংঘ দিবস' হিসেবে পালিত হয়ে আসছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাওয়া এ প্রতিষ্ঠানের বর্তমান সদস্যদেশ ১৯৩টি এবং সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অবস্থিত।
২৮ অক্টোবর
২১ অক্টোবর
২৪ অক্টোবর
১৮ অক্টোবর
কোনোটিই নয়
15. একটি গ্রামের জনসংখ্যা ৫৫০০। যদি পুরুষের সংখ্যা ১১% বৃদ্ধি পায় এবং মহিলার সংখ্যা ২০% বৃদ্ধি পায়, তবে জনসংখ্যা ৬৩৩০ হয়। ঐ গ্রামে মহিলার সংখ্যা কত?
২৫০০
৩০০০
৩৫০০
৪০০০
16. We've been working this morning.
for
upto
since
on
am
17. যদি x > 0 এবং x² + ৭ + ৬ = ২২ হয়; তাহলে x +৩ এর মান কত?
18. যদি চারটি ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল ২৩০ হয়, 45 শেষ দুটি সংখ্যার গড় কত?
ব্যাখ্যাঃ মনে করি, চারটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x-2x-3,x,x+১ প্রশ্নমতে, x-২+x-১+ x + x + ১ = ২৩০ বা, ৪x-২ = ২৩০ বা, ৪x= ২৩২ x = ৫৮ .: শেষ দুটি সংখ্যার গড় =( x+x+১)/২ =(৫৮+৫৯)/২ =৫৮.৫
৫৬
৫৮.৫
৫৬
৭৭
19. বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি?
বাংলাদেশ জিন্দাবাদ
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক
20. x কে ৭ দ্বারা ভাগ করা হলে ভাগশেষ ১ হয়। যদি y কে ৭৭ দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ ২ হয়। x+y কে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
ভাজ্য = ভাজক X ভাগফল + ভাগশেষ।