5. একটি বস্তুর বাতাসে ওজন= 3kg, পানিতে ওজন = 2.5 kg হলে specific gravity কত?
ব্যাখ্যা: কোনো পদার্থের ঘনত্বের সাথে পানির ঘনত্বের অনুপাতকে বাতাসে ওজন Specific gravity বলে। Specific gravity, (G)= বাতাসে ওজন পানিতে ওজন =3-25-6 (No unit)
7. Concrete placing এবং compacting-এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
ব্যাখ্যা: কংক্রিট মিশ্রণে পানির পরিমাণ বেশি হলে কংক্রিট স্থাপনের সময় এর উপর পানি ভেসে উঠে, একে ব্লিডিং বলে। কংক্রিট নিচে দেবে যায় এবং পানি পৃষ্ঠতল বরাবর ভেসে উঠে।
ব্যাখ্যা: Surge tank সাধারণত ব্যবহৃত হয় জলবিদ্যুৎ প্ল্যান্টে জা সরবরাহ ব্যবস্থায় চাপ নিউট্রাল করার জন্য। এটি পাইপের উচ্চ অভ্যন্তরীণ চাপ থেকে জলবাহী সিস্টেমকে রক্ষা করে, এমনকি চাপ ড্রপ অবস্থায় চাপ বাড়াতে এটি জল সঞ্চয় করে থাকে