Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
82. ভারতের রাষ্ট্রপতির নাম কী?
ব্যাখ্যা: ভারতের ১৪তম রাষ্ট্রপতির নাম রামনাথ কোবিন্দ। উল্লেখ্য, ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদি। তিনি বিজেপি দলের নেতা।
নরেন্দ্র মোদি
রামনাথ কোবিন্দ
প্রতিভা পাতিল
লালকৃষ্ণ আদভানী
83. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে?
ব্যাখ্যা: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি রাষ্ট্র নিয়ে জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘের সদরদপ্তর নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। বর্তমানে সদস্য-১৯৩টি।
১৯৪২ সালে
১৯৩৯ সালে
১৯৪৩ সালে
১৯৪৫ সালে
85. পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
ব্যাখ্যা: পৃথিবীর ৫টি মহাসাগরের মধ্যে প্রশান্তমহাসাগর সবচেয়ে বড়। এর আয়তন ১৬৯.২ মিলিয়ন বর্গ কিমি। এর গভীরতম খাতের নাম মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীরতা প্রায় ১১ কিমি।
আটলান্টিক মহাসাগর
প্রশান্তমহাসাগর
ভারতমহাসাগর
উত্তর মহাসাগর
86. কোন দেশের পতাকা অর্ধনমিত হয় না?
যুক্তরাজ্য
রাশিয়া
যুক্তরাষ্ট্র
সৌদি আরব
88. BOD কোন তাপমাত্রায় পরিমাপ করা হয়?
0°C
15°C
20°C
25°C
91. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
ব্যাখ্যা: বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এ পর্যন্ত বাংলাদেশ দুবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়।
৯৬
১১৬
১২৬
১৩৬
92. কোনটি দিয়ে pH পরিমাপ করা হয়?
Turbidimeter
Imhoff cone
Spectrophotometer
কোনোটিই নয়
93. কোনটি দিয়ে প্রবাহ বেগ পরিমাপ করা হয়?
ব্যাখ্যা: প্রবাহ বেণ পরিমাণ করা হয়- কারেন্ট মিটার দিয়ে।
anemometer
Venturi meter
current meter
pitot tube
94. সূর্যোদয়ের দেশ কোনটি?
চীন
জাপান
রাশিয়া
যুক্তরাষ্ট্রে
96. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?
ব্যাখ্যা: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা পায়। জাতিসংঘের ৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্যগুলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন ও রাশিয়া।
১৫
১০
২০
97. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে?
ব্যাখ্যা: প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালের ২৮ জুলাই শুরু হয়। এ যুদ্ধ ১১ নভেম্বর ১৯১৮ সাল পর্যন্ত স্থায়ী ছিল। এতে মিত্রপক্ষ ও অক্ষশক্তি নামে দুটি পক্ষ ছিল। এতে ৭০ মিলিয়ন মানুষ অংশগ্রহণ করে।
১৯১২ সালে
১৯১৬ সালে
১৯১৪ সালে
১৯২০ সালে
98. এশিয়া মহাদেশের রাষ্ট্রের সংখ্যা কত?
ব্যাখ্যা: পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া, যাতে বিশ্বের মোট ৬০% মানুষ তথা ৪৩০ কোটি মানুষ বসবাস করে। এতে মোট ৪৪টি স্বাধীন রাষ্ট্র রয়েছে এবং অমীমাংশিত ৫টি দেশ
৩৩টি
৪৩টি
৪২টি
৩৬টি
99. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
ব্যাখ্যা: সৌরজগতের ৮টি গ্রহের মধ্যে বৃহস্পতি সবচেয়ে বড়। সূর্য থেকে দূরত্বের দিক থেকে এর অবস্থান পঞ্চম।
শনি
বৃহস্পতি
বুধ
মঙ্গল
100. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন্ দেশে তৈরি?
ব্যাখ্যা: ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ তৈরি করে। যুক্তরাষ্ট্রের কেপ কেনেডি থেকে ১২ মে ২০১৮ সালে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। বাংলাদেশ বিশ্বের ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ।
যুক্তরাষ্ট্র
জার্মানি
ফ্রান্স
ভারত