ব্যাখ্যা: "হুলিয়া" কবিতাটির কবি নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণকে কবিদের কবি বলা হয়। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে- প্রেমাংশুর রক্ত চাই, চাষাভুসার কাব্য, না প্রেমিক না বিপ্লবী।
ব্যাখ্যা: Child-এর Possessive adjective হলো 'its'। ইতর প্রাণী, শিশুদের ক্ষেত্রে Possessive adjective 'its' ব্যবহৃত হয়। তাই Noun-এর পূর্বে its বসবে। সুতরাং, Option (গ) সঠিক উত্তর।