ব্যাখ্যা: 'ঝরাপালক' কাব্যগ্রন্থটি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ। তিনি তিমির হরণের কবি, রূপসী বাংলার কবি নামে পরিচিত। তাঁর কয়েকটি গ্রন্থ হলো- ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, সাতটি তারার তিমির।
ব্যাখ্যা: উনসত্তরের গণঅভ্যুত্থান নিয়ে রচিত উপন্যাস 'চিলেকোঠার সেপাই' আখতারুজ্জামান ইলিয়াস রচিত। উপন্যাসটি ১৯৮৭ সালে প্রকাশিত। তেভাগা আন্দোলন নিয়ে তাঁর আরেকটি উপন্যাস 'খোয়াবনামা'।
বিরামচিহ্ন বাক্যের শেষে বসে, যেমন- প্রশ্নচিহ্ন (?), বিস্ময় ব্যাখ্যা: বাক্যের সমাপ্তি বুঝাতে দাঁড়ি ব্যবহৃত হয়। এরূপ আরও দুটি চিহ্ন (1)। দাঁড়ির বিরামের সময় ১ সেকেন্ড।
ব্যাখ্যা: বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের রচনা। এটি ১৯২১ সালে প্রকাশিত। তাঁর অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী। তাঁর অন্যান্য কবিতা প্রলয়োল্লাস, মানুষ, কুলি মজুর ইত্যাদি।