Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
42. Pycnometer দিয়ে কী নির্ণয় করা হয়?
ব্যাখ্যা: যে-কোনো তরল পদার্থের Sp. gravity নির্ণয় করার জন্য Pycnometer ব্যবহার করা হয়।
Sp. gravity
Voids Volume
Shear strength
Compressive strength
43. Effective size কোনটি?
ব্যাখ্যা: কোনো মাটির কার্যকরী আকার (Effective size) এমন একটি আকার, যে আকারের চেয়ে ঐ মাটিতে 10% মাটিকণা সূক্ষ্ম এবং 90% মাটিকণা স্কুল। এ আকারকে দ্বারা প্রকাশ করা হয়।
D10
D30
D60
D90
45. Cement-এর consistency test-এ কোনটি ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: সিমেন্টের আদর্শ ঘনত্ব (Consistency) পরীক্ষা Vicat apparatus দ্বারা করা হয়। এই apparatus-এর vicar plunger যদি vicat থোল্ডের নিচ থেকে Sman হতে 7mun পর্যন্ত প্রবেশ করতে দেয়, তাহলে একে আদর্শ ঘনত্ব বলে।
Casagrande apparatus
Vicat apparatus
UTM
Proctor apparatus
46. Liquid limit নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: সর্বাধিক যে পরিমাণ পানি মাত্রায় কোনো মৃত্তিকা প্লাস্টিক অবস্থা হতে তরল অবস্থায় যাওয়ার প্রবণতা দেখায়, ঐ পরিমাণ পানি মাত্রাকে ঐ মৃত্তিকার তারল্য সীমা বলা হয়। লিকুইড লিমিট বা তারল্য সীমা Casagrande apparatus দ্বারা নির্ণয় করা হয়।
Pycnometer
Vicat apparatus
Casagrande apparatus
Proctor apparatus
48. ব্যাসার্ধের বৃত্তাকার ক্ষেত্রের- centroidal axis বরাবর radius of gyration কত?
πr^4/4
πr^4/2
r/4
r/2
50. Los Angeles Machine দিয়ে কী পরিমাপ করা হয়?
ব্যাখ্যা: বিভিন্ন খনিজ উপাদান যেমন পাথরের ক্ষয়ের পরিমাণ নির্ধারণ করতে Los Angeless abrasion mechine ব্যবহার করা হয়।
Impact value
Attrition
Abrasion
Compressive strength
51. কোন Formula দিয়ে Fire demand হিসাব করা যায়?
Kuichling formula
Manning formula
Darcy-Weisbach
Chezy's formula
53. Coulomb failure envelope সমতলের সাথে যে কোণ তৈরি করে, তাকে কী বলে?
Angle of repose
Angle of internal friction
Angle of incidence
Angle of attack
54. Inertia force এবং surface tension-এর অনুপাতকে কী বলে?
Mach number
Reynolds number
Weber's number
Froude number
55. পানিকে 0.314 m³/s হারে 43m উঁচুতে উঠাতে কত ক্ষমতার pump প্রয়োজন? (p = 9790 N/m²)
ব্যাখ্যা: P= =xh=(xp) xh = (0.314x9790) x43 132000 Nms = 132000W 132000 1000 kW = 132kW
132 Watt
132 HP
132 kW
132000 kW
59. দুটি নলকূপের individual discharge যথাক্রমে Q, এবং Q. নলকূপ দুটির একত্রিত discharge কত হবে?
Q1+Q2
> (Q1+Q2)
< (Q1+Q₂)
কোনোটিই নয়
60. Concrete এ Formwork কত দিন পর খুলে ফেলা যায়?
ব্যাখ্যা: Concrete স্ট্রাকচারের সঠিক আকার প্রদান ও সঠিক জায়গায় ধরে রাখার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে Formwork বলে। কলাম, বিম ও স্ল্যাবের ক্ষেত্রে Formwork সাধারণত ২ থেকে ৩ দিনের মধ্যে খুলে ফেলা হয়।
2-3
14
7
28