ব্যাখ্যা: Mass Rapid Transit (দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা)-কে বলা হয় Metro-Rail। যানজট নিরসনের জন্য এবং দ্রুত একস্থান হতে অনাস্থানে যাতায়াতের জন্য Metro-Rail বাস্ত ব্যয়ন করা হচ্ছে।
19. Concrete-এর Workability পরীক্ষা করার জন্য কোন Test করা হয়?
ব্যাখ্যা: কংক্রিটের মিশ্রণ একরকম হওয়া উচিত, যাতে একে সহজে নাড়াচাড়া ও ফর্মের মধ্যে ঢালাই করা যায়। এ গুণাগুণকে কংক্রিটের কার্যোপযোগিতা বলে। এটি পানি-সিমেন্টের অনুপাতের উপর নির্ভর করে।