Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
81. বাংলা সাহিত্যের ধারায় প্রথম সার্থক উপন্যাস হচ্ছে-
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'দুর্গেশনন্দিনী' বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তার আরো উপন্যাস- কপালকুণ্ডলা, যুগলাঙ্গুরীয়, আনন্দমঠ।
দুর্গেশনন্দিনী
যুগলীঙ্গুরীয়
কপালকুন্ডলা
আনন্দমঠ
82. রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
ব্যাখ্যা: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ 'পদ্মরাগ'। তার অন্যান্য প্রবন্ধ গ্রন্থগুলো হলো- মতিচুর, অবরোধবাসিনী।
মায়াবতী
পদ্মাবতী
রূপবতী
পদ্মরাগ
83. কিশোরদের জন্য রচিত শওকত ওসমানের গ্রন্থ কোনটি?
ব্যাখ্যা: 'পঞ্চসঙ্গী' শওকত ওসমান রচিত শিশুতোষমূলক গ্রন্থ। তার অন্য গ্রন্থগুলো- মঞ্জুইটোফোন, ক্ষুদে স্যোশালিস্ট।
কানামামা
পঞ্চসঙ্গী
সারকাস
হাতেখড়ি
84. 'মৈমনসিংহ গীতিকা'-র অন্তর্গত কাহিনিকাব্য কোনটি?
ব্যাখ্যা: মৈমনসিংহ গীতিকার অন্তর্গত কাহিনিকাব্য 'কাজলরেখা'। তার আরও গীতিকাগুলো হলো- মলুয়া, কমলা, মহুয়া, রূপবতী।
কাজলরেখা
সতমিয়না
লায়লমিজনু
লোরচন্দ্রানী
85. মাইকেল মধুসূদন দত্ত রচিত গীতিধর্মী রচনা কোনটি?
ব্যাখ্যা: 'ব্রজাঙ্গনা' মাইকেল মধুসূদন দত্ত রচিত গীতিধর্মী কাব্য। তার রচিত 'বীরঙ্গনা' কাব্য বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য।
পদ্মাবতী
কৃষ্ণকুমারী
বীরাঙ্গনা
ব্রজাঙ্গনা
86. সেলিম আল দীন রচিত নাটক হচ্ছে-
মুখরা রমণী বশীকরণ
দেওয়ান গাজীর কিসসা
নূরল দীনের সারাজীবন
যৈবতী কন্যার মন।
87. খনার বচনের উপজীব্য হচ্ছে-
ব‍্যাখ্যাঃ খনার বচন বলতে কৃষিসম্পর্কিত বিষয় বুঝায়। তবে এর কোনো লিখিত নিদর্শন বর্তমানে নেই।
সমাজনীতি
রাজনীতি
ধর্মনীতি
কৃষিকাজ
88. 'শোন একটি মুজিবরের কণ্ঠ থেকে, লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে উঠে রণি' এই গানটির গীতিকার কে?
মোহাম্মদ মুনিরুজ্জামান
গাজী মাজহারুল আনোয়ার
গৌরী প্রসন্ন মজুমদার
আবু হেনা মোস্তফা কামাল
89. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিকগ্রন্থ কোনটি?
ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ 'প্রভাবতী সম্ভাষণ'। আরও মৌলিক গ্রন্থ- বিদ্যাসাগর চরিত্র, ব্রজবিলাস।
সীতার বনবাস
প্রভাবতী সম্ভাষণ
বেতাল পঞ্চবিংশতি
বাঙ্গালার ইতিহাস
90. 'কবিতার কথা' প্রবন্ধগ্রন্থটির রচয়িতা-
ব্যাখ্যা: 'কবিতার কথা' প্রবন্ধগ্রন্থটি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ রচিত। তার রচিত আরো কাব্যগ্রন্থ ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, রূপসী বাংলা, মহাপৃথিবী।
আবদুল ওদুদ
জীবনানন্দ দাশ
প্রমথ চৌধুরী
বদরুদ্দীন উমর
91. মীর মশাররফ হোসেন রচিত বিয়োগান্তক গ্রন্থ কোনটি?
মহাশশ্মশান
বিষাদসিন্ধু
শশ্মশানভস্ম
কুরুক্ষেত্র
92. কবি ঈশ্বর গুপ্ত সম্পাদিত সাময়িকপত্র হচ্ছে-
ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সাময়িকপত্র 'সংবাদ প্রভাকর'। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা।
সমাচার চন্দ্রিকা
সংবাদ প্রভাকর
সম্বাদ ভাস্বর
সম্বাদ কৌমুদী
93. গতিবাদের প্রভাবে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ-
ব্যাখ্যা: 'বলাকা' ১৯১৬ সালে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের গতিচেতনা বিষয়ক কাব্য। তার গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হলো- গীতাঞ্জলি, গোরা, রক্তকরবী।
মানসী
বলাকা
ক্ষণিকা
সেঁজুতি
94. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা হচ্ছে-
ব্যাখ্যা: 'বাউন্ডেলের আত্মকথা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা। এটি ১৯১৯ সালে 'সওগাত' পত্রিকায় প্রকাশিত হয়।
বাউন্ডেলের আত্মকথা
রাজবন্দী জবানবন্দী
গাজী মিয়ার বস্তানী
ঠাকুর বাড়ির আঙিনায়
95. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
ব্যাখ্যা: ঢাকার সাভারে অবস্থিত "জাতীয় স্মৃতিসৌধ”-এর স্থপতি সৈয়দ মঈনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধ ১৬ ডিসেম্বর ১৯৮২ সালে উদ্বোধন করা হয়। এটির উচ্চতা ৪৬.৫ মিটার।
এ. আর খান
সৈয়দ মঈনুল হোসেন
কামরুল হাসান
লুই কান
97. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
ব্যাখ্যা: বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
শব্দ
ধ্বনি
লিপি
বাক্য
98. 'আগুনের পরশমণি' উপন্যাসের রচয়িতা কে?
ব্যাখ্যা: 'আগুনের পরশমণি' হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। তার আরও উপন্যাসসমূহ হলো- অনীল বাগচীর একদিন, জোছনা ও জননীর গল্প, শ্যামল ছায়া।
আবুল হক
জাহানারা ইমাম
হুমায়ূন আহমেদ
সৈযদ শামসুল হক
99. 'পাহাড়' এর সমার্থক শব্দ কোনটি?
ব‍্যাখ্যা: পাহাড়ের সমার্থক শব্দ- নগ, পর্বত, গিরি, শৈল, অদ্রি, ভূধর, অচল, মহীধর।
বগ
জগ
খগ
নগ
100. 'বেহুলা লখিন্দর' কাহিনি পাওয়া যায় কোন কাব্যে?
ব্যাখ্যা: 'মনসামঙ্গল' কাব্যে বেহুলা লখিন্দর-এর কাহিনি পাওয়া যায়। 'মঙ্গলকাব্য' ধারার সবচেয়ে প্রাচীন ধারা 'মনসামঙ্গল'।
অন্নদামঙ্গল কাব্যে
মনসামঙ্গল কাব্যে
কালীকামঙ্গল কাব্যে
সারদামঙ্গল কাব্যে