143. Which one of the following is used for preparing porcelain?
ব্যাখ্যা: The principal clays used to make porcelain are chain a clay and ball clay. Feldspar a mineral comprsing mostly aluminium silicate, a type of hard quartz in the porcelain mixjure.
ব্যাখ্যাঃ বাহরাইন, লিবিয়া, তিউনিশিয়া, সার্বিয়া প্রভৃতি দেশের মুদ্রার নাম দিনার। সুইডেনের মুদ্রার নাম ক্রোনা, মালয়েশিয়ার মুদ্রার নাম রিংগিত এবং জাপানের মুদ্রার নাম ইয়েন।
ব্যাখ্যা: আরব বসন্তের সূচনা হয় তিউনিশিয়া থেকে। ২০১১ সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসাবে আখ্যায়িত করেছেন। গণবিক্ষোভের শুরু মিশরে এরপর তা লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
ব্যাখ্যাঃ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত হলো জাতিসংঘের বিচার বিভাগীয় সংস্থা। আন্তর্জাতিক আদালতের প্রধান কার্যালয়
নেদারল্যান্ডের হেগ নগরীতে অবস্থিত। এ আদালতে বিচারকের সংখ্যা ১৫ জন এবং বিচারকদের মেয়াদকাল ৫ বছর।
147. মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে শপথ নিয়েছিলেন?
ব্যাখ্যাঃ মুক্তিযুদ্ধের সময় বিজয় নিশ্চিত করতে বাংলাদেশে প্রথম ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর বা অস্থায়ী সরকার গঠন করা হয়। আর এ সরকার শপথ গ্রহণ করেন ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
ব্যাখ্যা: লুভর মিউজিয়াম ফ্রান্স-এর প্যারিসে সিন নদীর তীরে অবস্থিত। লুভর মিউজিয়ামের আয়তন প্রায় ৮ লক্ষ বর্গফুট। এ ছাড়া এখানেই রয়েছে লিওনার্দো দ্যা ভিঞ্চির অঙ্কিত পৃথিবীখ্যাত ঐতিহাসিক ছবি
'মোনালিসা'।
ব্যাখ্যাঃ কক্সবাজার জেলায় অবস্থিত দ্বীপ হচ্ছে মহেশখালী, সোনাদিয়া এবং কুতুবদিয়া। আর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ এবং একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ হয়েই সুন্দরবন।
150. Vertical construction joints are provided where the shearing forces are minimum in the case of the-
ব্যাখ্যা: A vertical construction joint is provided when concrete pouring needs to be stopped due to some reason and then is continued again later. Construction joints are often required at the ends of beam, slab, girder, tic beams etc.
ব্যাখ্যা: ২০১৯ সালে দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেট ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। এই বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড এবং রানার্সআপ হয় নিউজিল্যান্ড।
153. পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
ব্যাখ্যাঃ পরবর্তী ফুটবল বিশ্বকাপ তথা ২০২২ সালের ফিফা বিশ্বকাপ হচ্ছে ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার ২২তম আসর, যা অনুষ্ঠিত হবে মুসলিম দেশ কাতারে। সেখানে অংশগ্রহণ করবে মোট ৩২টি দেশ।
ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং এম মনসুর আলী ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রী ছিলেন।
157. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদীটির নাম কী?
ব্যাখ্যাঃ নাফ নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের কক্সবাজার জেলার একটি নদী। এটি বাংলাদেশ-মায়ানমারের (বার্মার) মধ্যবর্তী সীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য ৬৩ কিলোমিটার এবং গড় প্রস্থ ১৩৬৪ মিটার।