5. স্টেইনলেস স্টীলে কার্বনের পরিমান কত?
তথ্য: স্টেইনলেস স্টীল এর প্রধান উপাদানগুলো হলো, আয়রন, কার্বন, এবং ক্রোমিয়াম। এতে ন্যূনতম ১২% ক্রোমিয়াম এবং অন্যান্য উপাদান যেমন নিকেল, মলিবডেনাম, টাইটেনিয়াম ইত্যাদিও কিছু পরিমানে থাকে। এতে কার্বনের পরিমান কম থাকে। এতে কার্বন এর পরিমান খুবই কম থাকে। যেমন: ৩০৮ স্টেইনলেস স্টীলে এ কার্বন এর পরিমান সর্বোচ্চ ০.০৮% থাকে।