78. 'Political Ideals' গ্রন্থের লেখক কে?
'Political Ideals' গ্রন্থের লেখক ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা এবং সমাজ সমালোচক বারট্রান্ড রাসেল। এটি ১৯১৭ সালে প্রথম প্রকাশিত হয়। তার অন্যান্য গ্রন্থ হলো- The Problems of Philosophy, The History of Western Philosophy, Why I am not a Christian, The Conquest of Happiness, etc. I