54. বার্ষিক ৬ টাকা সুদে ৯৫০ টাকায় ৮ বছরের সুদ, বার্ষিক ৭.৫% হার সুদে কত টাকায় ১৯ বছরের কত সুদ হবে?
ব্যাখ্যা: এই ধরনের যত তত অংকের প্রথমে প্রথম অংশের সুদ বের করতে হবে, সেটাকে ব্যবহার করে দ্বিতীয় অংশের মান বের করতে হবে।
১ম অংশ, 6*950/100*8=6*9.5*8=456
২য় অংশ, সুদ ৭.৫টাকা হলে ১৯ বছরে আসল =১০০ টাকা
সুদ ১ টাকা হলে ১ বছরে আসল =১০০/(৭.৫*১৯) টাকা
সুদ ৪৫৬ টাকা হলে ১ বছরে আসল =(১০০*৪৫৬)/(৭.৫*১৯) টাকা
=৩২০ টাকা।