ডেটাম হলো একটি নির্দিষ্ট সমতল, যাকে Reference করে পৃথিবীপৃষ্ঠে অন্যান্য বিন্দুর উন্নতি বা অবনতির হিসাব করা হয়। আর প্রস্থচ্ছেদ অঙ্কন করার সুবিধার জন্য ডেটাম সমতলের সমান্তরাল যে রেখা অঙ্কন করা হয় তাকে ডেটাম রেখা বলা হয়।
Hints: Prodigal (অতিব্যয়ী; অপব্যয়ী; মুক্তহস্ত) শব্দটির অর্থ প্রকাশ পায় wasteful (অপচয়ী; অপব্যয়ী) দ্বারা। Violate অর্থ লঙ্ঘন করা, patriot অর্থ দেশপ্রেমিক আর pastoral অর্থ মেষপালক ও পল্লীজীবনবিষয়ক।
Hints: Paediatric' হচ্ছে (খ) শিশু সংক্রান্ত চিকিৎসাশাস্ত্র। প্রদত্ত চারটি options- মধ্যে অন্য তিনটি (ক) Adults অর্থ বয়োজ্যেষ্ঠ, (গ) Women: অর্থ মহিলা এবং (ঘ) Old peuple বৃদ্ধ লোকজন।
20. A person who thinks and talks too much about himself is called a/an-
Hints: যে ব্যক্তি নিজ সম্পর্কে উচ্চ ধারণা বা মানসিকতা পোষণ করে অর্থাৎ নিজেকে নিয়ে যার চিন্তা তাকে egoist (অহংকারী, আত্মবাদী) বলে। অন্যদিকে silfish অর্থ স্বার্থপর, egocentric অর্থ আত্মকেন্দ্রিক আর egotism অর্থ আত্মপ্রচার।