12. A person in charge of a museum is a--
Hints: প্রদত্ত চারটি শব্দের মধ্যে (ক) Librarian অর্থ গ্রন্থাগারিক, যার কাজ গ্রন্থাগার রক্ষণাবেক্ষণ করা; (খ) Janitor অর্থ দারোয়ান, যার কাজ কোনো ভবন বা কার্যালয়ের নিরাপত্তা বিধান করা; (গ) Palmist অর্থ হস্তরেখাবিদ, যার কাজ মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়া এবং (ঘ) Curator অর্থ জাদুঘর রক্ষক। সুতরাং সঠিক উত্তর (ঘ)।