Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
141. A disease that cannot be cured is called a/an-
Hints: যে রোগের চিকিৎসা করা যায় না, সে যোগকে বলা হয় incurable disense (অনারোগ্য রোগ)।
incurable disease
incorrigible disease
uncurable disease
discurable disease
142. Love for the whole world is called-
Hints: একজন Philanthropist হলেন সেই ব্যক্তি যিনি মানবতাবাদী, সব মানুষের জন্য যার ভালোবাসা আছে। Misogyny woman-hater, নারীবিদ্বেষী। Benevolence- kindness; generosity, বদান্যতা, দয়া, জনহিতৈষিতা। Misanthropy-dislike or hatred or other people, hatred of mankind, মানববিদ্বেষ।
Philanthropy
Misogyny
benevolence
misanthropy
143. 'Sedative' means-
to criticize.
a drug used to calm a person or animal to make them sleep.
very energetic behaviour of people.
in a frightenigh, violent and powerful way.
144. What is the meaning of the word 'post-mortem?
Hints: 'Post-mortem' শব্দের অর্থ মৃত্যুর পরে শবদেহ পরীক্ষা; ময়নাতদন্ত অর্থাৎ autopsy
Surgical operation
Declare dead
Before death
Autopsy
145. One who treats cancer patients is called a/an-
Hints: যে ব্যক্তি ক্যান্সার রোগীর চিকিৎসা করে তাকে oncologist (ব্যান্সার বিশেষজ্ঞ) বলে। তাছাড়া pathologist অর্থ রোগবিজ্ঞানী, nephrologist অর্থ কিডনি বিশেষজ্ঞ আর micrologist অর্থ স্নায়ুরোগ বিশেষজ্ঞ।
pathologist
nephrologist
oncologist
neurologist
146. 'Panacea' means-
Hints: 'Panaceu' শব্দের অর্থ সব অসুখের ওষুধ। প্রদত্ত চারটি aptains-এরি মধ্যে (ক) unidespread disease অর্থ সুবিস্তৃত অসুখ, (খ) gland অর্থ লালাগ্রন্থি (গ) junh- অর্থ সতেন্দ্র/সজীব এবং (ঘ) cure all অর্থ সবকিছু সুস্থ করা। তাই 'Panitces' শব্দের সঠিক অর্থ (ঘ)।
widespread
disease
fresh gland
cure all
147. The word 'sibling' means--
a brother
a sister
a brother or sister
an infant
148. Paediatric relates to the treatment of-
Hints: Paediatric' হচ্ছে (খ) শিশু সংক্রান্ত চিকিৎসাশাস্ত্র। প্রদত্ত চারটি options- মধ্যে অন্য তিনটি (ক) Adults অর্থ বয়োজ্যেষ্ঠ, (গ) Women: অর্থ মহিলা এবং (ঘ) Old peuple বৃদ্ধ লোকজন।
Adults
Children
Women
Old people
149. The abbreviation BC stands for-
Hints: BC হলো Before Christ-এর সংক্ষিপ্ত রূপ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে যীশু খ্রিস্টের জন্মের পূর্বের নির্দিষ্ট সাল নির্দেশ করতে BC ব্যবহৃত
Before Call
Before Coronation
Before Christ
British Church
150. A person who is able to do many different things is called-
Hints: বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম ব্যক্তিকে বলা হয় persatile (নানা বিষয়ে আগ্রহী ও কুশলী)। তাছাড়া exceptional অর্থ অসাধারণ, ব্যতিক্রমী, talented অর্থ প্রতিভাবান, গুণী আর brilliant অর্থ প্রতিভাবান, মেধাবী: সুদক্ষ।
exceptional
talented
brilliant
versatile
151. Kindred' means-
Hints: এপ্রদত্ত চারটি অপশনের মধ্যে (ঘ) social relationship আর্থ সামাজিক সম্পর্ক (গ) distant relationship অর্থ দূরবর্তী সম্পর্ক; এবং (ঘ) unaffiliated relationship সহন্ধহীন সম্পর্ক। 'Kinind' শব্দের অর্থ পরিবার ও রক্তসম্পর্কের আত্মীয়তা। সুতরাং (ক) relationship by birth or descent-ই সঠিক উত্তর।
relationship by birth or descent.
distant relationship.
social relationship.
unaffiliated relationship.
152. A mayor is an elected person who runs a-
Hints: City (নগর) পরিচালনার জন্য নির্বাচিত ব্যাক্তি হলো nay (নগরের পৌরসংস্থার প্রধান)।
City
County
State
Country
153. A person who thinks and talks too much about himself is called a/an-
Hints: যে ব্যক্তি নিজ সম্পর্কে উচ্চ ধারণা বা মানসিকতা পোষণ করে অর্থাৎ নিজেকে নিয়ে যার চিন্তা তাকে egoist (অহংকারী, আত্মবাদী) বলে। অন্যদিকে silfish অর্থ স্বার্থপর, egocentric অর্থ আত্মকেন্দ্রিক আর egotism অর্থ আত্মপ্রচার।
selfish
egotism
egoist
egocentric
154. The scientific study of and treatment of tumors in the body is-
Hints: শরীরের tumor ও cancer-এর চিকিৎসা এবং বৈজ্ঞানিক অধ্যয়ন ও অনুশীলন হলো। Oncology। অন্যদিকে Cardiology হলো হৃদবিজ্ঞান, Optitiulmology হলো চক্ষুবিজ্ঞান
Oncology
Cardiology
Ophthalmology
Neurology
155. Three score is-
Hints: Three score three times twently (20×3)=60
thirty times
three times twenty
three hundred times
more than three
156. An extra message added at the end of a letter after it is signed is called-
Hints: চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত অতিরিক্ত ব্যর্জ বা বাক্যাবলিকে বলা হয় postscript (পুনশ্চ)। অন্যদিকে corrigendum অর্থ শুদ্ধিপত্র, সংশোধনীয় বিদয়। NB (nota bene) অর্থ সতর্কতার সাথে লক্ষ করুন, লক্ষণীয় আর RSVP অর্থ দয়া করে জবাব দিন (please reply) যা আমন্ত্রণ কার্ডের নিচ প্রান্তে লেখা হয়।
Corrigendum
postscript
NB
RSVP
157. 'Geriatrics is the branch of medicine concerned with the diseases and care of-
Hints: Pediatrics হলো শিশুদের চিকিৎসা ব্যবস্থা। অপরদিকে Geriatrics হলো বৃদ্ধদের (old people) চিকিৎসা পদ্ধতি/ব্যবস্থা।
newly-weds
old women
newborn babies
old people
158. Panacea' means-
Hints: Panacos' শব্দটি সকল রোগের ঔষধ/আরোগ্য হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ cure of all drusesases!
cure-all
pancreatic
widespread duease
gland
159. The saying 'enough is enough' is used when you want--
Hints: Enough is eaugh' লোককথাটি ব্যবহৃত হয় যখন পরিস্থিতি এমন যে তুমি যা চলছে তা গ্রহণ করতে পারছ না এবং তুমি চাচ্ছ যেন বিষয়টি এখনই থেমে যাক। সুতরাং সঠিক option হলো something to stop
something to continue.
something to stop.
something to continue until it's enough.
to tell instructions are clear.
160. A doctor who studies and treats the medical conditions and diseases of women is-
Hints: Gynaecologist অর্থ স্ত্রীরোগ বিশেষজ্ঞ, Neurologist অর্থ স্নায়ুবিদ, Oncologist অর্থ যিনি শরীরের tumour এর চিকিৎসা করেন, এবং Surgeon অর্থ হচ্ছে যিনি অস্ত্রোপচার করেন।
a gynaecologist
a neurologist
an oncologist
an orthopaedic surgeon