Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
81. A misogynist is a-
a man who hates women
woman who hates men
person who hates mankind
man who misunderstands wamen
82. 'Deciduous' trees are trees that-
Hints: Deciduous treas (পত্রকরা বা পর্ণমোটা উদ্ভিদ) হলো ঐসব গাছ যেগুলোর প্রতিবছর বিশেষ সময়ে (সাধারণত হেমন্তকালে) পাতা করে যায়। সুতরাং সঠিক উত্তরা lase the leave annually!
lose the leaves annually
are extremely
big have small leaves
have fleshy leaves
83. The word 'Emancipation' means-
Hints: Emancipation এবং freedom শব্দদ্বয়ের অর্থ মুক্তি; স্বাধীনতা। Aduocate অ সমর্থক, রাং অর্থ নিয়োজিত করা আর portrait অর্থ প্রতিকৃতি।
advocate
freedom
engage
portrait
84. A speech full of too many words is-
A big speech
An unimportant speech
Maiden speech
A verbose speech
85. The state of having contradictory or conflicting emotional attitudes ---
Hints: পরস্পর বিরোধী এবং বিরুদ্ধ আবেগপূর্ণ আচরণের অবস্থা/পরিস্থিতিকে বলে ambivalence (আকর্ষণ ও বিকর্ষণের মনোভাব)। অপরদিকে exigency অর্থ জরুরি অবস্থা, reprisals অর্থ এক দেশের প্রতি অন্য দেশের যুদ্ধকালীন অন্যায়ের সমুচিত জবাব।
Ambivalence
exigency
reprisals
constraint
86. 'The English' means-
The English language
The English people
The English culture
The English literature
87. The word 'Diaspora' is related to-
Hints: Diaspora অর্থ আদিতে একই জাতিভুক্ত বা সংস্কৃতির বাহক কোনো সম্প্রদায়ের ছড়িয়ে ছিটিয়ে বিশ্বের অন্য প্রান্তে বসবাস। অর্থের দিক দিয়ে শব্দটি migration (এক স্থান বা দেশ থেকে অন্য স্থান বা দেশে গমন) এর অর্থে সম্পর্কিত।
migration
appearance
concentration
entrance
88. Substitute in one word: The study and treatment of mental illness'.-
Hints: মানসিক রোগের গবেষণা ও চিকিৎসাকে এককথায় বলে psychiatry (মনোচিকিৎসা)। অন্যদিকে psychology অর্থ মনোবিদ্যা; মনোবিজ্ঞান, psycholinguistics অর্থ মনোবীক্ষণিক বিদ্যা আর psychosis অর্থ অস্বাভাবিক বা রগণ মানসিক অবস্থা: মনোবৈকল্য।
Psychology
Psycholinguistics
Psychiatry
Psychosis
89. A person who studies the formation of the earth—
Hints: তৃজর, শিলা ইত্যাদি ভিত্তিক পৃথিবীর ইতিহাস সম্পর্কিত অধ্যয়নশীল ব্যক্তিকে বলে Geologist (ভূতত্ত্ববিদ)। এছাড়া Anthropologist অর্থ নৃতত্ত্ববিদ বা নৃবিজ্ঞানী, Meteorologist অর্থ আবহাওয়াবিদ আর Seismologist অর্থ চূকম্পবিদ।
geologist
anthropologist
meteorologist
seismologist
90. One who sacrifices his life for a case-
Hints: ধর্মযুদ্ধ বা কোনো মহৎ কাজে আত্মোৎসর্গকারী ব্যক্তিকে বলে martyr (শহীদ)। বাকি Option এর patriot অর্থ দেশপ্রেমিক, revolutionary অর্থ বৈপ্লবিক আর soldier অর্থ সৈনিক।
revolutionary
soldier
martyr
patriot
91. A person whose age is in the eighties is called a/an-.
80-year-old
Quadragenarian
octogenarian
eightish
92. A feeling of anticipation over a future event-
Hints: ভবিষ্যৎ ঘটনা ঘটতে যাচ্ছে এমন অনুভূতিকে বলে presentiment (পূর্ববোধ, পূর্বানুভূতি)। অপর দিকে disparute অর্থ অসদৃশ্য, অসম, পরস্পরের মধ্যে তুলনাহীনভাবে পৃথক, magnanimous অর্থ মহানুভব আর incongruent অর্থ অসদৃশ।
Disparate
Magnanimous
Presentiment
incongruent
93. If you write about your father's life, you are writing:
Hints: যদি তুমি তোমার পিতার জীবন সম্পক লিখ্যে তাহলে তুমি যেটা লিখছ সেটা হলো biography (জীবন ইতিহাস, জীবনী)। Diary অর্থ দিনলিপি, ব্যক্তিগত দৈনিক জীবনযাত্রার কাহিনি, autobiography অর্থ আত্মজীবনী আর chronicle অর্থ কালানুক্রমিক ঘটনাপঞ্জি।
diary
an autobiography
a biography
a chronicle
94. Who is a netizen?
Hints: Netizen হলো এমন ব্যক্তি, যিনি ইন্টারনেট ব্যবহার করেন বা যিনি ইন্টারনেটে পর্যাপ্ত সময় দেন।
one who uses the internet
a bad citizen
one who is not a citizen of a country.
a citizen of Nottingham
95. Who is a bibliophile?
Hints: Bibliophile (বিবলিওফাইল) অর্থ গ্রন্থমনস্ক বা গ্রন্থপ্রিয় ব্যক্তি। অর্থাৎ Bibliophile হলো এমন একজন ব্যক্তিও যিনি বই সংগ্রহ এবং গ্রন্থকে ভালোবাসেন (one who loves or collects books)
One who reads a lot of books.
One who does not like to read books.
One who loves or collects books.
One who has a pile of books.
96. A tank in which fish are kept is called an---
Hints: জীবন্ত মাছ ও জলজ উদ্ভিদ সংরক্ষণ ও প্রদর্শনের কৃত্রিম জলাধার হলো aquarium (মৎস্যাধার)।
aquarium
aquatint
aquatone
aquacade
97. A--makes no difference between man and man in spreading his love.
Hints: Philanthropist (জনহিতৈষী ব্যক্তি, মানবপ্রেমিক ব্যক্তি) হলো এমন ব্যক্তি যিনি জনকল্যাণে বা মানবপ্রেম বিস্তারে মানুষে মানুষে ভেদাভেদ করেন না। অন্যদিকে philander অর্থ হালকাভাবে প্রেমদম্পর্ক স্থাপন করা, প্রেমের ভান করা; philosopher অর্থ দার্শনিক, যে ব্যক্তির হৃদয় আবেগ বা কষ্ট দ্বারা পরিচালিত হয় না; philistine অর্থ সংস্কৃতিবর্জিত অসভ্য ব্যক্তি, দক্ষিণ-পশ্চিম প্যালেস্টাইনের বহিরাগত প্রাচীন অধিবাসী।
Philander
Philistine
Philosopher
philanthropist
98. A pedestrian is the person who-
earns money
goes to office
treats children
Walks
99. 'Lingua Franca' means---
French language
Translated version of a text
Latin Language
Common language
100. The expression 'distinctive qualities' means those qualities of a person which,--
Hints: Distinctive qualities অর্থ স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য, যেগুলো একজন ব্যক্তিকে অন্য ব্যক্তিদের থেকে আলাদা করে রাখে। সুতরাং সঠিক expression হলো make homfer different from others!
are the same as those of others.
make him/her different from others.
emphasise honesty in him/her.
depend on his/her instincts.