Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1347. গলিত ধাতু থেকে কোনো বস্তু তৈরির করার প্রক্রিয়াকে বলে-
চালাই বা ফাউন্ড্রি হল এক প্রকার ম্যানুফাকচারিং পদ্ধতি। এ পদ্ধতিগুলোতে ধাতুর অনুরূপ ছাঁচে চেলে বস্তু উৎপাদন ছাঁচে (Mold) গলিত ধাতুকে ফেলে ঢালাই করার প্রক্রিয়াকে ফাউন্ড্রি বলে।
প্যার্টান
গেট
ফাউন্ড্রি
ভেন্ট
1351. What is the necessary condition for turning?
material of workpiece should be harder than the cutting tool
cutting tool should be harder than the material of work picce
hardness of the cutting tool and material of of piece should be same
none of the mentioned
1353. ফার্নেসের ভিতরের উচ্চ তাপমাত্রা মাপা হয় কী দিয়ে?
পাইরোমিটার:ফার্নেসের ভিতরের উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্রকে পাইরোমিটার বলে। পাইরোমিটার সাধারণত দু'প্রকার, যথা- (ক) থার্মোইলেকট্রিক পাইরোমিটার ও (খ) অপটিক্যাল পাইরোমিটার।
থার্মোমিটার
পাইরোমিটার
চকোমিটার
কোনোটিই নয়
1357. The process of chamfering the entrance of a drilled hole is known as -
material of workpiece should be harder than the cutting tool
cutting tool should be harder than the material of work picce
hardness of the cutting tool and material of of piece should be same
none of the mentioned
1358. চুল্লি প্রধানত কত প্রকার?
চুল্লি প্রধানত দুই প্রকার। যথা- ১) গলন চুল্লি (Melting formare) ২। পুনর্গলন চুল্লি (Remelting furnace)
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
1359. নিচের কোনটি ফাউন্ড্রি শপের হ্যান্ড টুলস?
ফাউন্ড্রিশপে ব্যবহৃত হ্যান্ড টুলসগুলো হলো- ১। বেগোজ, ২। ব্রাশ, ৩। ক্ল্যাম্প এবং ওয়েজ, ও। লিফটার, ৫। ডাস্ট ব্যাগ, ৬। গ্যাগার্স, ৭। হার্ট অ্যান্ড স্কয়ার, ৮। পিন বা পিন র‍্যামার, ৯। র‍্যামার, ১০। চালনি, ১১। রানার শেগ ১২। শুফ কাটার, ১৩। স্প্রে ক্যান, ১৪। সেন্দ্র গান, লেভেল, ১৫। স্পিরিট ১৬। সোল্ডার, ১৭। স্নিক, ১৮। সোয়াব, ১৯। কণিক, ২০। ভেন্ট তার, ২১। শোভেল, ২২। গেট কাটার, ২৩। মোল্ডিং বক্স, ২৪। মোল্ডিং বোর্ড এবং বটম বোর্ড, ২৫। ড্র স্পাইক।
লিফটার
স্ক্র ড্রাইভার
প্লায়ারস
টেস্টার