1578. নিম্নের কোনটি বুশ তৈরির উপাদান? 
                
                                    বুশ (Bash) : জিগ বডির ছিদ্রকে ঘর্ষণ থেকে রক্ষা করার জন্য অল্প পুরুত্ববিশিষ্ট ফাঁপা চোঙ আকৃতির যে ধাতব বস্তুটি ব্যবহৃত হ্যা, তাকে বুশ বলে।
বুশ ব্যবহারের কারণ:
1. জিগ বডি দীর্ঘস্থায়ী করার জন্য।
2.  সোকেটিং বিন্দুর সঠিকতা ও সূক্ষ্মতা নিশ্চিত করার জন্য।
3.  কাজের শুরুতে ড্রিল বা রিমার-এর স্থানচ্যুতি ভ্রমণ বন্ধ করার জন্য।
4.  কাজের সময় অধিক চাপে কাটিং টুলের ভেঙে যাওয়া ও বেকে যাওয়া প্রতিরোধ করার জন্য।।
বুশের উপাদানঃ
(i) বেবিট মেটাল (Bahhit meral),
(ii) কস্টে স্টিল (Caat neef)
(iii) টুল স্টিল (Tool serl),
(iv) অ্যালুমিনিয়াম অ্যালয় (Alaminion alloy) এবং
(v) গান মেটাল (Gommerul_)