1542. Mother said to me, 'Do not tell a lie.' Change into indirect narration.
'Do not tell a lie' negative imperative বাক্যটি দ্বারা উপদেশ দেয়া বোঝাচ্ছে। সুতরাং বাক্যটির indirect naration-এর structure sub + advised + ob + not to + verb- এর present form + বাকি অংশ।
1543. Shilpi said Ryan, do not do it.- Change the speech.
Reported speechটি negative imperative বাক্য হওয়ায় Indirect narration-এর structure হবে: Sub + prohibited + ob + to + verb-এর base form + extension | সুতরাং সঠিক indirect speech হলো : Shilpi prohibited Ryan to do it .
প্রশ্নে প্রদত্ত বাক্যটি একটি Imperative sentence যেটাকে Indirect speech এ রুপান্তর করতে যে নিয়মটি অনুসরণ করতে হবে: Sub: + ask/order/command/ request + inverted কমা উঠে গিয়ে to + Reported speech এর মূল verb + object। সুতরাং উক্ত নিয়ম অনুসারে সঠিক উত্তর (গ)।
1554. He said, "I have been working since sunrise."
সাধারণত Direct speech এর বাক্যটি যদি present perfect continuous tense এর হয় তাহলে indirect speech এ বাক্যটিকে past perfect continuous-এ রূপান্তর করতে হয়। অপশন 'ঘ'-তে ব্যবহৃত বাক্যটি past perfect continuous এ আছে তাই সঠিক উত্তর (ঘ)।
Imperative বাক্যকে indirect narration-এ রূপান্তরের ক্ষেত্রে to + verb-এর base form বসে। কখনো কখনো order, request কিংবা advise-এর পরিবর্তে ask ও ব্যবহৃত হয়। সুতরাং বাক্যটির সঠিক indirect narration : My friend asked me to go home at once I
Reported speech-এ good morning এবং interrogative বাক্য থাকলে structure হবে sub + wished + someone + good morning + and + asked + whether/if + sub + can-এর past
form could + প্রশ্নবোধক বাক্যের sub-এর বাকি অংশ। সুতরাং সঠিক indirect narration (ক)।
He wished him good morning and asked whether he could help him.
He wished him good morning and asked for help.
He told good morning and asked whether he can help him.
He wished him good morning and requested to help him.
1557. Razzak called me a liar. Make direct speech.
Called past form-এ থাকায় reporting verb past tense-এ হবে আর direct speech-এ said to ব্যবহৃত হবে। এছাড়া reported speechটি present tense-এ হবে। সুতরাং প্রদত্ত বাক্যটির indirect narration হলো: Razzak said to me, 'You are a liar.'