Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
25161. The slump test of concrete is used to measure its [MES-16, MOD-20]
ব্যাখ্যা: The concrete slump test measures to consistency of fresh concrete before it sets. Consistency refers to the degree of wetness of the concrete
consistency
mobility
homogeneity
all of these
25162. পর পর দুটি ল্যান্ডিং-এর মধ্যবর্তী একসারি ধাপকে বলে-
ব্যাখ্যা: ল্যান্ডিং: দুটি ফ্লোর-এর মধ্যবর্তী ফ্লাইট-এর উপরে অথবা নিচের প্রান্তে যে অনুভূমিক প্লাটফর্ম থাকে, তাকে ল্যান্ডিং বলা হয়। ফ্লাইট: পরপর দুটি ফ্লোর-এর মধ্যবর্তী একসারি ধাপকে ফ্লাইট বলে। সফিট: সিঁড়ির নিম্নের অংশকে সফিট বলে।
ল্যান্ডিং
ফ্লাইট
সফিট
কোনোটিই নয়
25163. The type of bond in a brick masonry containing alternate courses of stretcher and header is called- [HED-19]
ব্যাখ্যা: যে বন্ডের একস্তর স্ট্রেচার এবং অপর স্তর হেডার গাঁথুনি দ্বারা গঠিত হবে, তাকে ইংলিশ বন্ড বলে।
Flemish bond
Header bond
Stretcher bond
English bond
25164. সাধারণত ক্যাভিটি ওয়ালের মধ্যে ফাঁকের পরিমাণ-
ব্যাধ্যা: ক্যাভিটি ওয়াল: পাশাপাশি দুটি ওয়ালের মধ্যে 5cm-8cm ফাঁকা রেখে যে ওয়াল নির্মাণ করা হয়, তাকে ক্যাভিটি ওয়াল বলে।
3-4cm
5-8cm
4-5cm
6-8cm
25165. সিঁড়ির নিম্নতলকে বলে-
ল্যান্ডিং
ফ্লাইট
সফিট
কোনোটিই নয়
25166. ক্যাভিটি ওয়ালে টাই স্থাপনের অনুভূমিক দূরত্ব হলো-
ব্যাখ্যা: ওয়াল টাইঃ নির্দিষ্ট আকৃতির যে রড দ্বারা উভয় ওয়ালকে সংযুক্ত করা হয়, তাকে ওয়াল টাই বলা হয়। এর স্পেসিং আনুভূমিক দিকে 90cm এবং খাড়া 45cm হয়ে থাকে।
30cm পরপর
60cm পরপর
45cm পরপর
90cm পরপর
25167. টাই স্থাপনের খাড়া দূরত্ব হলো-
30cm পরপর
60cm পরপর
45cm পরপর
90cm পরপর
25168. The main object of compaction of concrete is-.
ব্যাখ্যা: Compaction is the process which expels entrapped air from freshly placed concrete and packs the aggreagate particles tiger so as to increase the density of concrete. It increase significantly the ultimate strength of concrete and enhances the bond with reinforcement.
to eliminate air holes
to achieve maximum density
to provide intimate contact between concrete and embedded materials
all of these
25169. সিঁড়ির ঢাল-
ব্যাখ্যা: সিঁড়ির ঢালঃ আনুভূমিকের সাথে লাইন অব নোজিং যে-কোণ উৎপন্ন করে, তাকে সিঁড়ির ঢাল বলে। সিঁড়ির ঢাল সাধারণত 30° থেকে 40° হয়ে থাকে।
25°-30°
30°-40°
25°-35°
30°-50°
25170. What is the cube dimension for testing ceme mortar compressive strength? [MOD-20]
2"x2"x2"
2cm x 2cm x 2cm
4"x4" x 4"
4cm x 4cm x 4cm
25171. The surface where two successive placement of concrete meet is known as-, [MOD-20]
ব্যাখ্যা: A separation provided in a building that allows its components parts to move with respect to each other, a joint where two placements of concrete meet is called construction joint.
contraction joint
construction joint
expansion joint
both b & c
25172. Concrete gain strength due to-. [MOD-20]
ব্যাখ্যা: Cement and water form a paste that coats each particle of stone and sand aggregates. Though a chemical reaction called hydration, the cement paste hardens and gain strength.
a chemical reaction of cement with and coarse aggregate
evaporation of water from concrete
hydration of cement
all of these
25173. ক্যাভিটি ওয়ালের অংশ –
ব্যাখ্যা: ক্যাভিটি ওয়ালের তিনটি অংশ : (i) আউটার লিফ (ii) ইনার লিফ (iii) ক্যাভিটি অংশ।
3
2
4
5
25174. সিঁড়িতে ট্রেডের প্রন্থ সাধারণত কত রাখা হয়?
ব্যাখ্যা: ট্রেড: স্টেপ এর উপরস্থ যে আনুভূমিক অংশ পা রেখে উঠানামা করি তাকে ট্রেড বলা হয়। নোজিং ছাড়া-এর প্রস্থ ২৪ সেমি হতে ২৮.৫ সেমি ধরি। সাধারণত 25cm রাখা হয়।
15cm
20cm
25cm
32cm
25175. The entrained air in concrete- [HED-19]
ব্যাখ্যা: Air entrainent increases the workability of concrete without much increase in water cement ratio.
increase workability
decrease workability
decrease resistance to weathering
increase strength
25176. CPM stands for-[MES-16, BB-20]
ব্যাখ্যা: The full name of CPM is critical path method. CPM is an effective tool for scheduling the activities of a complex project
Combined Process Method
Critical Path Method
Common Planning Method
Critical Process Method
25177. Admixture which cause early setting and hardening. [MOD-20]
ব্যাখ্যা: Accelerators helps the admixture in causing e setting time and hardened the concrete.
workability admixture
accelerators
air entraining agent
retarders
25178. সিঁড়িতে রাইজ-এর মাপ কত?
ব্যাখ্যা: রাইজার: পরপর দুটি ট্রেডের মধ্যবর্তী উল্লম্ব দূরত্বকে বাইজ বা রাইজার বলা হয়। রাইজ-এর মাপ 14cm থেকে 19cm হয়। সাধারণত 17cm হয়ে থাকে।
12-19cm
10-15cm
10-20cm
15-25cm
25179. লিন্টেলের ন্যূনতম বিয়ারিং হবে-
ব্যাখ্যা: লিন্টেল-এ বিয়ারিং শর্তসমূহ- (1) 10cm হবে (ii) লিন্টেল এর গভীরতা সমান হবে। (ii) লিন্টেল-এর স্প্যানের 1 /10 থেকে 1/12 অংশ পর্যন্ত হবে।
10 cm
লিন্টেলের উচ্চতার সমান
লিন্টেলেলিন্টেলের স্প্যানের 1/10 থেকে 1/12 অংশর
উপরের সব কয়টি
25180. The most common admixture which is used to accelerate the initial set of concrete is [BB-201]
ব্যাখ্যা: Calcium Chloride increase the initial setting time of cement paste in concrete. Calcium Chloride improve the workablity of concrete mix
Gypsum
Calcium Carbonate
Calcium Chloride
none of the above