Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
20201. ID-এর সর্বনিম্ন মান কোনটি?
ব্যাখ্যা: ID-এর সর্বনিম্ন মান = ০ হয়।
- ১
-২
20202. Sieving is not practicable for grainc sizes smaller than about-
0.075mm
0.095mm
0.15mm
0.2mm
20203. Saturated clay-এর Shear strength পরিমাপের জন্য কোন Test করা উচিত? [MOCA-19]
Direct Shear
Triaxial
Unconfined
উপরোক্ত সব
20204. A soil having particles of nearly the same size is known as-
uniform soil
poor soil
well graded soil
coarse soil
20205. কোন প্রকৃতির Soil-এর Plasticity index বেশি? [MOLE-19]
ব্যাখ্যাঃ Plasticity index: Sand = 0 (Non-plastic) Silt =< 7 (Low plastic) Silt clay=7-17 (Medium plastic) Clay => 17 (High plastic)
Gravel
Sand
Clay
Silt
20206. The unit weight of a soil at zero air voids depends upon-
unit weight of water
water content
specific gravity
all of these
20207. The specific gravity of a soil is the ratio of unit weight of soil solids to that of water at a temperature of-
27°
17°
36°
20209. কোন ধরনের Soil-এর Angle of internal friction সবচেয়ে বেশি হবে? [MOCA-19]
ব্যাখ্যা: যে Soil-এর Angle of internal friction বেশি, সে Soil-এর Shear stress বেশি।
Angular grained loose sand
Angular grained dense sand
Clay
Round grained dense sand
20211. Silt particle-এর সর্বনিম্ন Size কত? [MOCA-19]
ব্যাখ্যা: Silt particle-এর সাইজ হচ্ছে 0.002mm to 0.06mm 1
0.002mm
0.02mm
0.001mm
1mm
20212. একটি Soil sample-এর unit Wt. = 2g/cm³, Sp.gr = 2.6, moisture content = 20%, Degree of saturation কত? [MOCA-19]
20%
77%
92%
কোনোটিই নয়
20213. Angle of internal friction = 30°, ঘনত্ব 1.8 t/m²; তাহলে ভূপৃষ্ঠ হতে 10m গভীরে Dry cohesionless sand- এর Active earth pressure কত হবে?
4t/m²
5t/m²
6t/m²
8t/m²
20216. Soil-এর Permeability 0.8 mm/sec হলে Soil-টি কী ধরনের হতে পারে? [MOLE-19]
ব্যাখ্যা: মৃত্তিকার ধারাবাহিক ভয়েডের মাধ্যমে এর ভিতর দিয়ে পানি বা অন্য কোনো তরল পদার্থকে প্রবাহিত হতে দেওয়ার গুণকে মৃত্তিকার ভেদ্যতা (Permeability) বলা হয়। ভেদ্যতা শ্রেণিসমূহ যথা- বালি (0.17-1.67), বেলে-দোআঁশ (0.08-0.5), দোআঁশ (0.055-0.14), কাদামাটি (0.017-0.1), পলিমাটি (0.002-0.033) এবং কাদা (0.0007-0.0067) একক হবে mm/sec |
gravel
sand
silt
clay
20217. The specific gravity of soil solids is determined by-
pycnometer method
hydrometer analysis
sieve analysis
all of these
20218. Liquid limit নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়? [MOLE-19]
ব্যাখ্যা: সর্বাধিক যে পরিমাণ পানি মাত্রায় কোনো মৃত্তিকা প্লাস্টিক অবস্থা হতে তরল অবস্থায় যাওয়ার প্রবণতা দেখায়, ঐ পরিমাণ পানি মাত্রাকে ঐ মৃত্তিকার তারল্য সীমা বলা হয়। লিকুইড লিমিট বা তারল্য সীমা Casagrande apparatus দ্বারা নির্ণয় করা হয়।
Pycnometer
Vicat's apparatus
Casagrande apparatus
Proctor apparatus
20220. The ratio of the volume of air voids to the volume of voids, is called-
void ratio
air content
degree of saturation
porosity