Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

খাদ্য অধিদপ্তর – ২০২৫, পদের নামঃ উপ-খাদ্য পরিদর্শক। সম্পূর্ণ প্রশ্নের সমাধান
Image

খাদ্য অধিদপ্তর – ২০২৫

পদের নামঃ উপ-খাদ্য পরিদর্শক

 

১. রমিজ সাহেব ব্যাংকে ৫০০০ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা ১০% হলে, ৬ বছর পর তিনি মুনাফা কত পাবেন? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. ২৫০০ টাকা
খ. ৬০০০ টাকা
গ. ৩০০০ টাকা
ঘ. ৪০০০ টাকা
উত্তর: গ
ব্যাখ্যা: এখানে, আসল (P) = ৫০০০ টাকা, সময় (N) = ৬ বছর, সুদের হার (R) = ১০%।
মুনাফা (I) = (P × N × R) / ১০০
I = (৫০০০ × ৬ × ১০) / ১০০
I = ৩০০০০০ / ১০০
I = ৩০০০ টাকা।

২. উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. বসফরাস প্রণালী
খ. পক প্রণালী
গ. জিব্রাল্টার প্রণালী
ঘ. বেরিং প্রণালী
উত্তর: ঘ
ব্যাখ্যা: বেরিং প্রণালী (Bering Strait) উত্তর আমেরিকা মহাদেশের আলাস্কাকে এশিয়া মহাদেশের সাইবেরিয়া থেকে পৃথক করেছে। এটি একটি সংকীর্ণ সমুদ্রপথ যা প্রশান্ত মহাসাগরকে আর্কটিক মহাসাগরের সাথে সংযুক্ত করেছে।

৩. a:b=3:5 এবং a:c=5:7 হলে b:c এর মান কত? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. 15:25
খ. 3:7
গ. 25:21
ঘ. 21:35
উত্তর: গ
ব্যাখ্যা: এখানে a:b = 3:5 এবং a:c = 5:7

a এর মান উভয় অনুপাত থেকে সমান করতে হবে। 3 এবং 5 এর ল.সা.গু হলো 15।
প্রথম অনুপাতকে 5 দ্বারা গুণ করে পাই, a:b = (3×5):(5×5) = 15:25

দ্বিতীয় অনুপাতকে 3 দ্বারা গুণ করে পাই, a:c = (5×3):(7×3) = 15:21
এখন, a:b:c = 15:25:21
সুতরাং, b:c = 25:21

৪. They returned home earlier. Here underlined word is a/an- [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. Adjective
খ. Pronoun
গ. Adverb
ঘ. Noun
উত্তর: গ
ব্যাখ্যা: এখানে "earlier" শব্দটি "returned" (ফিরেছিল) ক্রিয়াটিকে modifica করছে, অর্থাৎ কখন ফিরেছিল তা বর্ণনা করছে। যে শব্দ ক্রিয়াকে modifica করে, তা একটি Adverb

৫. If I ... a millionaire, I ... helped every worthy cause. Fill in the blank with correct right form of verbs. [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. were, would
খ. were, would have
গ. had been, would have
ঘ. have been, would have
উত্তর: খ
ব্যাখ্যা: এটি একটি দ্বিতীয় শর্তমূলক বাক্য (Second Conditional)
এর গঠন হলো: If + Subject + simple past (were/had), Subject + would/could/might + base form of verb.
"If I were a millionaire" (যদি আমি একজন কোটিপতি হতাম) - এটি একটি অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতি।
"I would have helped every worthy cause" (আমি প্রতিটি মহৎ কাজে সাহায্য করতাম)।

৬. 'হাত ধুয়ে বসা'- বাগধারাটির অর্থ কি? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. দায়িত্ব না রাখা
খ. শুরু করা
গ. ভণ্ডামী করা
ঘ. অপেক্ষা করা
উত্তর: ক
ব্যাখ্যা: 'হাত ধুয়ে বসা' বাগধারাটির অর্থ হলো কোনো কাজ থেকে বিরত থাকা, দায়িত্ব না নেওয়া বা কোনো বিষয়ে হস্তক্ষেপ না করা।

৭. বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. ময়নামতি
খ. পাহাড়পুর
গ. সোনারগাঁও
ঘ. মহাস্থানগড়
উত্তর: ঘ
ব্যাখ্যা: বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান হলো মহাস্থানগড়। এটি বগুড়া জেলায় অবস্থিত এবং খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়।

৮. "... Sandwip is a beautiful island. "Fill in the blank with correct article. [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. The
খ. A
গ. An
ঘ. No article
উত্তর: ঘ
ব্যাখ্যা: সাধারণত, নির্দিষ্ট স্থানের নামের আগে article বসে না, যদি না কোনো বিশেষ প্রেক্ষাপট থাকে। এখানে "Sandwip" একটি নির্দিষ্ট স্থানের নাম এবং এর আগে কোনো article এর প্রয়োজন নেই।

৯. "Rarely ... seen from water." Fill in the blank with correct words. [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. spotted frogs have
খ. are spotted frogs
গ. spotted frogs are
ঘ. spotted frogs
উত্তর: খ
ব্যাখ্যা: যখন "Rarely" দিয়ে বাক্য শুরু হয় (Inversion), তখন সাহায্যকারী ক্রিয়া (auxiliary verb) কর্তা (subject) এর আগে বসে। এখানে "spotted frogs" হলো কর্তা এবং "are" হলো সাহায্যকারী ক্রিয়া। তাই "are spotted frogs" সঠিক।

১০. The Synonym of "Bizarre". [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. Naive
খ. Powerful
গ. Strange
ঘ. Fatal
উত্তর: গ
ব্যাখ্যা: "Bizarre" অর্থ অদ্ভুত, উদ্ভট বা অস্বাভাবিক। "Strange" শব্দটিরও একই অর্থ, অর্থাৎ অদ্ভুত বা অস্বাভাবিক।

১১. 'বর্ণচোরা' শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. বহুব্রীহি
খ. রূপক কর্মধারয়
গ. উপপদ তৎপুরুষ
ঘ. উপমান কর্মধারয়
উত্তর: গ
ব্যাখ্যা: 'বর্ণচোরা' শব্দটির ব্যাসবাক্য হলো 'বর্ণ চুরি করে যে'। এখানে 'চোরা' কৃদন্ত পদের পূর্বপদ 'বর্ণ' এর সঙ্গে 'যে' যোগে উপপদ তৎপুরুষ সমাস হয়েছে।

১২.'ণ-ত্ব বিধান' বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য- [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. তৎসম
খ. তদ্ভব
গ. দেশি শব্দ
ঘ. বিদেশী শব্দ
উত্তর: ক
ব্যাখ্যা: ণ-ত্ব বিধান শুধুমাত্র তৎসম (সংস্কৃত) শব্দের বানানে প্রযোজ্য হয়। তদ্ভব, দেশি বা বিদেশি শব্দের বানানে ণ-ত্ব বিধানের নিয়ম প্রযোজ্য নয়।

১৩. What is the meaning of "Soft Soap"? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. To speak ill of others
খ. To speak high of others
গ. To recognise good deeds of others
ঘ. To flatter for self interests
উত্তর: ঘ
ব্যাখ্যা: "Soft Soap" বাগধারাটির অর্থ হলো তোষামোদ করা বা মিথ্যা প্রশংসা করে নিজের স্বার্থ হাসিল করা।

১৪. দুইটি সংখ্যার অনুপাত ৫:৭ এবং তাদের গ.সা.গু ৪ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. ১৪৪
খ. ১৪২
গ. ১২০
ঘ. ১৪০
উত্তর: ঘ
ব্যাখ্যা: যদি দুইটি সংখ্যার অনুপাত x:y এবং তাদের গ.সা.গু (HCF) g হয়, তাহলে সংখ্যা দুটি হবে gx এবং gy

ল.সা.গু (LCM) = gxy
এখানে, অনুপাত ৫:৭ এবং গ.সা.গু ৪।
ল.সা.গু = ৪ × ৫ × ৭ = ১৪০।

১৫. If you count 1 to 100, how many 5's will you pass on the way? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. 20
খ. 42
গ. 11
ঘ. 13
উত্তর: ক
ব্যাখ্যা: ১ থেকে ১০০ পর্যন্ত ৫ সংখ্যাটি রয়েছে:
৫, ১৫, ২৫, ৩৫, ৪৫, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬৫, ৭৫, ৮৫, ৯৫।
মোট ৫ এর সংখ্যা হলো ২০টি (এখানে ৫৫-এ দুটি ৫ আছে, যা গণনা করা হয়েছে)।

১৬. He said to me, "How happy you are!" Find out the indirect narration. [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. He told me that I was very happy.
খ. He told me I were happy.
গ. He told me that he was happy.
ঘ. He told me how I was happy.
উত্তর: ক
ব্যাখ্যা: এটি একটি Exclamatory sentence
Indirect narration এ পরিবর্তন করার সময় "said to" পরিবর্তিত হয়ে "told" হয় এবং conjunction হিসেবে "that" বসে। Exclamatory বাক্যকে assertive এ রূপান্তর করা হয় এবং exclamation চিহ্ন বাদ দেওয়া হয়। Subject এর পরে "was/were" বসে এবং "how" এর পরিবর্তে "very" বসে।

১৭. বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. ABACUS
খ. ENIAC
গ. IBM
ঘ. UNIVAC
উত্তর: খ
ব্যাখ্যা: ENIAC (Electronic Numerical Integrator and Computer) হলো বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, যা ১৯৪৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছিল।

১৮. Which one is singular? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. Hypothesis
খ. Agenda
গ. Media
ঘ. Syllabi
উত্তর: ক
ব্যাখ্যা: "Hypothesis" (অনুমান) একটি singular শব্দ। এর plural হলো "Hypotheses"

"Agenda" সাধারণত plural হিসেবে ব্যবহৃত হয় (singular হলো "Agendum")
"Media" (মাধ্যম) হলো plural (singular হলো "Medium")
"Syllabi" (পাঠ্যসূচী) হলো plural (singular হলো "Syllabus")

১৯. 'নদী সিকস্তি' কারা? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. নদী ভাঙ্গনে সর্বস্বান্ত জনগণ
খ. নদীর চর জাগলে যারা দখল করতে চায়
গ. নদীতে যারা সারা বছর মাছ ধরে
ঘ. নদীর পাড়ে যারা বসবাস করে
উত্তর: ক
ব্যাখ্যা: 'নদী সিকস্তি' বলতে নদী ভাঙ্গনের কারণে যারা তাদের জমিজমা, বাড়িঘর হারিয়েছে এবং সর্বস্বান্ত হয়েছে, তাদের বোঝায়।

২০. নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. ২
খ. ০.৩
গ. ১০.৩
ঘ. ৩
উত্তর: খ
ব্যাখ্যা: প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে, ০.৩ হলো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা।
২ = ২.০
০.৩ = ০.৩
১০.৩ = ১০.৩
৩ = ৩.০

২১. "Run or die". Make it simple- [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. Don't run, you will die.
খ. In case of your failure to run, you will die.
গ. You run, you will die.
ঘ. If you run, you will die.
উত্তর: ঘ
ব্যাখ্যা: "Run or die" একটি imperative বাক্য, যা শর্ত বোঝাতে ব্যবহৃত হয়। এর সরল রূপ হলো "If you run, you will die" (যদি তুমি দৌড়াও, তাহলে তুমি মরবে)।

২২. ইনসুলিন কি? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. এক ধরনের কৃত্রিম অঙ্গ
খ. এক ধরনের প্রোটিন
গ. এক ধরনের এনজাইম
ঘ. এক ধরনের হরমোন
উত্তর: ঘ
ব্যাখ্যা: ইনসুলিন হলো অগ্ন্যাশয় থেকে নিঃসৃত এক ধরনের হরমোন, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।

২৩. 'বাহুতে ভর করে চলে যে' [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. বুভুক্ষা
খ. বাহুঙ্গ
গ. ভুজঙ্গ
ঘ. সব্যসাচী
উত্তর: গ
ব্যাখ্যা: 'বাহুতে ভর করে চলে যে' এক কথায় প্রকাশ করলে হয় 'ভুজঙ্গ'। এটি সাপকে বোঝায় কারণ সাপ বুকে ভর করে চলে।

২৪. অর্ধবৃত্ত কোণের মান কত? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. ৯০ ডিগ্রি
খ. ৪৫ ডিগ্রি
গ. ৬০ ডিগ্রি
ঘ. ৩০ ডিগ্রি
উত্তর: ক
ব্যাখ্যা: অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা এক সমকোণ বা ৯০ ডিগ্রি হয়। এটি জ্যামিতির একটি মৌলিক উপপাদ্য।

২৫. (০.০১) এর মান কোন ভগ্নাংশটির সমান? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. ১/১০০
খ. ১/১০০০
গ. ১/১০
ঘ. ১/১০
উত্তর: ক
ব্যাখ্যা: ০.০১ কে ভগ্নাংশে রূপান্তর করলে পাই:
০.০১ = ১ / ১০০।

২৬. সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. ১২৫ নং অনুচ্ছেদ
খ. ১১৮ নং অনুচ্ছেদ
গ. ১১০ নং অনুচ্ছেদ
ঘ. ১১৫ নং অনুচ্ছেদ
উত্তর: খ
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে।

২৭. 'জঙ্গল' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. ফারসি
খ. উর্দু
গ. তুর্কি
ঘ. গুজরাটি
উত্তর: ক
ব্যাখ্যা: 'জঙ্গল' শব্দটি মূলত ফারসি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।

২৮. Which one is correctly spelled? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. Acquisence
খ. Acquissence
গ. Acquicence
ঘ. Acquiescence
উত্তর: ঘ
ব্যাখ্যা: সঠিক বানানটি হলো "Acquiescence"
এর অর্থ সম্মতি বা নীরব অনুমোদন।

২৯. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে, ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. ১২
খ. ৯
গ. ৪
ঘ. ৩
উত্তর: খ
ব্যাখ্যা: বৃত্তের ক্ষেত্রফল =
πr²যদি ব্যাস (2r) তিনগুণ বৃদ্ধি পায়, তাহলে ব্যাসার্ধ (r) ও তিনগুণ বৃদ্ধি পাবে (3r)
নতুন ক্ষেত্রফল = π(3r)² = π(9r²) = 9πr²
সুতরাং, ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি পাবে।

৩০. সুষম খাদ্যে শর্করা আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত হলো- [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. ৪:২:১
খ. ৫:১:১
গ. ৫:২:১
ঘ. ৪:১:১
উত্তর: ঘ
ব্যাখ্যা: সুষম খাদ্যে শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যের আদর্শ অনুপাত হলো ৪:১:১। এই অনুপাতে খাদ্য গ্রহণ করলে শরীরে সঠিক পুষ্টি সরবরাহ হয়।

৩১. চালের দাম ২৫% বৃদ্ধি পেলে, চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. ৩১%
খ. ২০%
গ. ২১%
ঘ. ৩০%
উত্তর: খ
ব্যাখ্যা: যদি কোনো পণ্যের দাম x% বৃদ্ধি পায়, তাহলে ব্যবহার কমানোর হার = [x / (১০০ + x)] × ১০০%।
এখানে x = ২৫।
সুতরাং, [২৫ / (১০০ + ২৫)] × ১০০% = [২৫ / ১২৫] × ১০০% = (১/৫) × ১০০% = ২০%।

৩২. 'তিনি ব্যাকরণে পণ্ডিত'- কোন কারকে কোন বিভক্তি? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. করণে ৭মী
খ. অপাদানে ৭মী
গ. অধিকরণে ৭মী
ঘ. কর্মে ৭মী
উত্তর: গ
ব্যাখ্যা: 'ব্যাকরণে' শব্দটি স্থান বা বিষয় বোঝাচ্ছে যেখানে তিনি পণ্ডিত। স্থান, কাল বা বিষয় বোঝালে অধিকরণ কারক হয়। এখানে 'ব্যাকরণে' শব্দটিতে 'এ' বিভক্তি আছে, যা ৭মী বিভক্তি। তাই এটি অধিকরণে ৭মী বিভক্তি।

৩৩. ওজোন লেয়ার বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. হেমিস্ফিয়ার
খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. আয়নোস্ফিয়ার
ঘ. ট্রপোস্ফিয়ার
উত্তর: খ
ব্যাখ্যা: ওজোন স্তর (Ozone layer) বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার (Stratosphere) স্তরে অবস্থিত। এটি সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে।

৩৪. 'Constitution is the way of life the state has chosen for itself- কার উক্তি? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. ম্যাকিয়াভেলি
খ. সক্রেটিস
গ. এরিস্টটল
ঘ. প্লেটো
উত্তর: গ
ব্যাখ্যা: "Constitution is the way of life the state has chosen for itself" - এই বিখ্যাত উক্তিটি এরিস্টটল (Aristotle) এর।

৩৫. 4x² - 12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. 4
খ. 9
গ. 25
ঘ. 16
উত্তর: খ
ব্যাখ্যা: আমরা জানি, (a - b)
² = a² - 2ab + b²
এখানে, 4x² - 12x = (2x)² - 2 × (2x) × 3
এটি পূর্ণবর্গ হতে হলে এর সাথে 3² = 9 যোগ করতে হবে।
অর্থাৎ, 4x
² - 12x + 9 = (2x - 3)².

৩৬. 'আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?' 'রাঘবে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি- [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. কর্মে ২য়া
খ. করণে ৭মী
গ. অপাদানে ৫মী
ঘ. অপাদানে ৭মী
উত্তর: ঘ
ব্যাখ্যা: 'ডরাই' ক্রিয়াটির সাথে 'রাঘবে' শব্দটি থেকে ভয় পাওয়া অর্থ প্রকাশ করে। যা থেকে ভয় বা ভীত হওয়া বোঝায়, তা অপাদান কারক হয়। 'রাঘবে' শব্দটিতে 'এ' বিভক্তি আছে, যা ৭মী বিভক্তি। তাই এটি অপাদানে ৭মী বিভক্তি।

৩৭. 'সনেট পঞ্চাশৎ' কার রচনা? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. মহাকবি আলাওল
খ. আব্দুল কাদির
গ. প্রমথ চৌধুরী
ঘ. মাইকেল মধুসুদন দত্ত
উত্তর: গ
ব্যাখ্যা: 'সনেট পঞ্চাশৎ' হলো প্রমথ চৌধুরী রচিত একটি সনেট সংকলন।

৩৮. বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. ৩৭
খ. ২০
গ. ৩৫
ঘ. ২৫
উত্তর: খ
ব্যাখ্যা: (এই ধরনের প্রশ্ন সাধারণত সাম্প্রতিক তথ্য নির্ভর। ২০২৫ সালের জন্য এটি ২০% হিসাবে উল্লেখ করা হয়েছে, যা বর্তমানের সাথে ভিন্ন হতে পারে। তবে প্রদত্ত উত্তর অনুযায়ী এটি ২০%)।

৩৯. সাইপ্লাসের মুদ্রা কোনটি? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. সেডি
খ. ইউরো
গ. ডলার
ঘ. পেসো
উত্তর: খ
ব্যাখ্যা: সাইপ্রাস (Cyprus) ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র এবং এর মুদ্রা হলো ইউরো।

৪০. 'প্রচ্ছন্ন' শব্দটির অর্থ কি? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. ফর্সা
খ. কুৎসিত
গ. গোপন
ঘ. অন্ধকার
উত্তর: গ
ব্যাখ্যা: 'প্রচ্ছন্ন' শব্দটির অর্থ হলো লুক্কায়িত, গোপন বা আড়ালে থাকা।

৪১. 'তভুল' শব্দের সমার্থক শব্দ কোনটি? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. পান-সুপারী
খ. দোকান
গ. বাজার
ঘ. চাল
উত্তর: ঘ
ব্যাখ্যা: 'তভুল' (তুর্কি শব্দ) এর অর্থ হলো চাল।

৪২. 'He is out for your blood' এর সঠিক অনুবাদ কোনটি? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. সে তোমার রক্ত খুঁজছে
খ. সে তোমার রক্তের জন্য বেরিয়েছে
গ. সে তোমার আভিজাত্যের বাইরে
ঘ. সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ
উত্তর: ঘ
ব্যাখ্যা: "To be out for someone's blood" একটি idiomatic expression যার অর্থ হলো কাউকে আক্রমণ করতে বা প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া।

৪৩. 'এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়'- উক্তিটি কার? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. কাজী নজরুল ইসলাম
খ. শামসুর রাহমান
গ. ইসমাইল হোসেন সিরাজী
ঘ. হেলাল হাফিজ
উত্তর: ঘ
ব্যাখ্যা: 'এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়' - এই বিখ্যাত উক্তিটি হেলাল হাফিজের লেখা 'নিষিদ্ধ লোবান' কবিতার একটি চরণ।

৪৪. শব্দগুলোর কোনটি ভাববাচক বিশেষ্য? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. জনতা
খ. ভোজন
গ. চিনি
ঘ. সৌরভ
উত্তর: খ
ব্যাখ্যা: 'ভোজন' হলো একটি ভাববাচক বিশেষ্য, যা একটি ক্রিয়ার ভাব বা অবস্থাকে নির্দেশ করে। 'জনতা' সমষ্টিবাচক, 'চিনি' বস্তুবাবাচক এবং 'সৌরভ' গুণবাচক বিশেষ্য।

৪৫. 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. সংকীর্ণতা
খ. নিকৃষ্ট
গ. অপারগতা
ঘ. হীনতা
উত্তর: খ
ব্যাখ্যা: 'অপ' উপসর্গটি সাধারণত 'নিকৃষ্ট', 'মন্দ', 'বিপরীত' ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। যেমন: অপচয় (মন্দ ব্যয়), অপকর্ম (নিকৃষ্ট কাজ)।

৪৬. উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোন কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে- [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. Prothesis
খ. Apothesis
গ. Apenthesis
ঘ. Progressive
উত্তর: ক
ব্যাখ্যা: উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে প্রেন্থেসিস (Prothesis) বলে। যেমন: 'স্কুল' থেকে 'ইস্কুল'।

৪৭. ক্রীড়া ক্যাটাগরিতেত 'একুশে পদক-২০২৫' প্রাপ্ত হয়- [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
খ. বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল
গ. বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দল
ঘ. বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ নারী ভলিবল দল
উত্তর: ক
ব্যাখ্যা: (এই ধরনের প্রশ্ন সাধারণত সাম্প্রতিক তথ্য নির্ভর। ২০২৫ সালের জন্য এটি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে এটি ভবিষ্যতের তথ্য।)

৪৮.২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. মারিয়া করিনা মাচাদো
খ. নিহন হিডানকিও
গ. বিশ্ব খাদ্য কর্মসূচি
ঘ. সুমুমু কিতাগাওয়া
উত্তর: ক
ব্যাখ্যা: এই ধরনের প্রশ্ন সাধারণত সাম্প্রতিক তথ্য নির্ভর। ২০২৫ সালের জন্য এটি মারিয়া করিনা মাচাদো হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে এটি ভবিষ্যতের তথ্য।

৪৯. Which period is known as 'Romantic Period' of Englilsh literature? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. 1798-1832
খ. 1550-1558
গ. 1649-1660
ঘ. 1910-1936
উত্তর: ক
ব্যাখ্যা: ইংরেজি সাহিত্যের রোমান্টিক পিরিয়ড (Romantic Period) সাধারণত 1798 সাল থেকে 1832 সাল পর্যন্ত ধরা হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলরিজের "Lyrical Ballads" প্রকাশের মাধ্যমে এর সূচনা হয়েছিল।

৫০. 'সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে।' Which one is correctly translated into English? [খাদ্য অধিদপ্তর, ২০২৫]
ক. He talks like he knew everything.
খ. He talks as if he knew everything.
গ. He talks after knowing everything.
ঘ. He talks like he knows everything.
উত্তর: খ
ব্যাখ্যা: "As if" বা "as though" ব্যবহার করা হয় যখন কোনো কাল্পনিক বা অবাস্তব পরিস্থিতি বোঝানো হয়। এখানে "he knew everything" দ্বারা বোঝাচ্ছে যে সে বাস্তবে সব জানে না, কিন্তু এমন ভান করছে। "Like he knew" ব্যবহার করা গেলেও "as if he knew" বেশি উপযুক্ত।