পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা- ২০২৫
লিখিত পরীক্ষার প্রশ্ন (ডিপার্টমেন্ট পার্ট)
উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
১. LAA Value ATV ও CBR বলতে কি বোঝায়?
২। RL বলতে কি বোঝায়। কোন একটি নিদিষ্ট স্থানের RL কিভাবে বের করা হয়?
৩। একটি পাইলের দৈর্ঘ্য ১০ ফুট ব্যাস ২০ ইঞ্চি ও ক্লিয়ার কভার 3 ইঞ্চি, সেই পাইলের মেইন রড 6 টি 16 মিমি এবং টাই রডের ব্যাস 10 মিমি, স্পেসিং 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার, উক্ত পাইলের মিশ্রনের অনুপাত 1:1.5:3 প্রয়োজনীয় মালামালের পরিমান বের কর। (ⅰ) সিমেন্ট (ii) বালি (iii) পাথর (iv) রড
৪। একটি ভূমির দৈঘ্য 30m. গ্রন্থ 25m উক্ত ভূমির চারপাশে ভিতরের দিকে 4m চওড়া একটি রাস্তা আছে। উক্ত ভূমিতে রাস্তা বাদ দিয়ে একটি পুকুর খনন করতে হবে। তাহলে নির্ণয় করুন। (ক) ভূমির ক্ষেত্রফল (খ) রাস্তার ক্ষেত্রফল (গ) পুকুরের ক্ষেত্রফল