189. দুটি প্লেট পাশাপাশি রেখে যে ওয়েল্ডিং করা হয়, তাকে কী বলে?
১। বাট জোড়া (Butt joint): যখন দুইটি কাজ খণ্ড বা ওয়ার্কপিচ পাশাপাশি রেখে তাদের প্রান্তসমূহকে ওয়েল্ডিং- এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে বাট জোড়া বা জয়েন্ট (Batt joint) বলে।
২। ল্যাগ জোড়া (Lap joint): যখন দুইটি কাজ খণ্ড বা ওয়ার্কপিচ একটি আরেকটির উপর অবস্থান রেখে ওয়েল্ডিং এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে ল্যাপ জোড়া বা জয়েন্ট (Lap joint) বলে।
৩। টি-জোড়া (T-joint): যখন দুইটি কাজ খণ্ড বা ওয়ার্কপিসের একটি আনুভূমিকভাবে এবং অন্যটি 'T' অবস্থানে রেখে ওয়েল্ডিং-এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে টি-জোড়া (T-joint) বলে।
৪। কর্নার জোড়া (Corner joint) : যখন দুইটি কার্য খণ্ড বা কার্যবস্তু একটি আরেকটির সমকোণে (৯০°) রেখে ওয়েল্ডিং-এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে কর্ণার জোড়া বলে।
৫। এজ জোড়া (Edge joint) যখন দুটি খণ্ড বা কার্যবস্তুর উভয় প্রান্ত সমান্তরাল এবং ৪৫° কোণে রেখে ওয়েল্ডিং এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে এজ জোড়া বা জয়েন্ট বলে।