Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

আন্তর্জাতিক প্রশ্ন MCQ
1. মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম-
এনএলডি
ন্যাশনাল ইউনিটি সরকার
বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল
অং সান সুচি সরকার
2. সার্কের সাংস্কৃতিক রাজধানী কোনটি?
বাংলাদেশের প্রাচীন জনপদ বগুড়ার মহাস্থানগড় সার্কের সাংস্কৃতিক রাজধানী।
মহাস্থান গড়, বাংলাদেশ
লুম্বিনী, নেপাল
হস্তিনাপুর, ভারত
মহেনজোদারু, পাকিস্তান
3. আকাবা একটি –
এটি জর্ডানে অবস্থিত।
সমুদ্র বন্দর
বিমান বন্দর
স্থল বন্দর
নদী বন্দর
4. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
মালয়শিয়া
ইন্দোনেশিয়া
চীন
ইংল্যান্ড
5. বাংলাদেশের কোনটির সদস্য নয়?
OAS (Organization of American States).
BCIM-EC
OAS
OIC
BIMSTEC
6. United Nations Framework Convention on Climate Change এর মূল আলোচ্য বিষয়-
জীবাশ্ম জ্বালানীর ব্যবহার নিয়ন্ত্রণ
গ্রিন হাউস গ্যাসের নি:সরণ ও প্রশমন
সমুদ্রের উচ্চতা বৃদ্ধি
বৈশ্বিক মরুকরণ প্রক্রিয়া এবং বনায়ন
7. মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়-
উত্তর আমেরিকায়
দক্ষিণ আমেরিকায়
মধ্য আফ্রিকায়
মধ্য আমেরিকায়
8. NATO-এর পূর্ণরূপ কী?
ন্যাটোর পূর্ণরূপ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট)। ন্যাটো একটি যৌথ নিরাপত্তা চুক্তি, যে চুক্তির আওতায় জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারাবদ্ধ।
North Atlantic Treaty Organisation
North Alliance Treaty Organisation
North American Trust Organisation
North African Treaty Organisation
9. জাতিসংঘে মূল সনদ স্বাক্ষরকারী দেশ কতটি?
জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে। প্রতিষ্ঠাকালীন সময়ে এর মূল সনদে স্বাক্ষরকারী দেশ ৫১টি। এর বর্তমান সদস্য ১৯৩টি দেশ। সংস্থাটির সদর দপ্তর নিউইয়র্কে।
১৫টি
২৩টি
৩২টি
৫১টি
10. ‘The lady with the Lamp’ নামে পরিচিত-
হেলেন কেলার
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
মাদার তেরেসা
সরোজিনী নাইডু
11. নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
ভারত-নেপাল
ভারত-পাকিস্তান
ভারত –চীন
ভারত-ভুটান
12. কোভিড-১৯ এর কারণে সবচেয়ে বেশি লোক মৃত্যুবরণ করেছে কোন দেশে?
কোভিড-১৯ এর কারণে সবচেয়ে বেশি লোক মৃত্যুবরণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে (১০,৩৭,৬৬৪ জন)। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত (৫,২৪,৮০৩ জন)।
চীন
ভারত
পাকিস্তান
থাইল্যান্ড
13. ইউক্রেনের রাজধানীর বর্তমান নাম কী?
ইউক্রেনের, রাজধানীর নাম কিয়েভ। এটি দনিপার নদীর তীরে অবস্থিত।
জেনেভা
কিয়েভ
রোস্টভ
বদরুঙ্কু
14. জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
১১
১৫
১৭
২১
15. Word development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
UNDP
World Bank
IMF
BRICS
16. চীনের জিনিজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম-
তুর্কমেন
উইঘুর
তাজিক
কাজাখ
17. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন-
কার্ল মার্কস
ফ্রেডরিক এঙ্গলস
ভি.আই.লেনিন
মাও সেতুং
18. কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?
মালয়শিয়া
ফিলিপাইন
ভিয়েতনাম
কম্বোডিয়া
19. Trafalgar Square এর অবস্থান-
রাশিয়ায়
ইংল্যান্ডে
ফ্রান্সে
চীনে
20. বিশ্ব মানবাধিকার দিবস-
৮ ডিসেম্বর
১০ ডিসেম্বর
১১ ডিসেম্বর
১৩ ডিসেম্বর