394. কোন ধাতুর Ductility সর্বোচ্চ? [TTC-21]
ব্যাখ্যা: নমনীয়তা (Ductility) : কোনো ধাতুর উপর টানা লোড প্রয়োগ করলে না ছিঁড়ে লম্বা হওয়ার গুণকে নী ধাতুর নমনীয়তা (Ductility) বলে। ধাতুর এই গুণ দৈর্ঘ্যের শতক বৃদ্ধি (Percentage of elongation of length) এবং ক্ষেত্রফলের শতক হ্রাস (Percentage of reduction of area) দ্বারা পরিমাপ করা হয়। মাইন্ড স্টিল, পেটা লোহা, অ্যালুমিনিয়াম, সিসা, তামা প্রভৃতি ধাতুতে এই গুণ বিদ্যমান।