ব্যাখ্যা: নির্মাণকারী প্রতিষ্ঠানের নামের সাক্ষ্য বহন, ইটের জোড়ায় মসলা রাখা ও সংযুক্তিতে সহায়তা করা, ধরার সুবিধা দান করা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য ইটে সিলমোহর বা শনাক্তকরণ চিহ্ন রাখা হয়।
63. সিমেন্টের উপাদানে রাসায়নিক পদার্থ জিপসাম (CaSO4.2H₂O) কী কাজে ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: সিমেন্টে জিপসামের পরিমাণ যত কম হবে এটি
তত দ্রুত জমাটবদ্ধ হবে, তাই সিমেন্ট জমাটবদ্ধতা গতি মন্থরের জন্য জিপসাম ব্যবহার করা হয়। সিমেন্টের Setting action মন্থর করে Setting time বৃদ্ধি করা এর প্রধান কাজ।
74. গ্রুপ ইনডেক্স-এর মান যত বেশি হবে সে মাটি সাবগ্রেডের জন্য-
ব্যাখ্যা: গ্রুপ ইনড্রেক্স-এর মান যত বেশি হবে সে মাটি সাবগ্রেডের জন্য তত অনুপযোগী হবে এবং এর মান নিকটবর্তী পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হয়। এর মান ঋণাত্মক হলে শূন্য হয়।