Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং MCQ
1. ৪° সেন্টিগ্রেট তাপমাত্রায় ১ লিটার পানির ওজন?
০.৯৬ কেজি
১.২ কেজি
১ কেজি
১.৫ কেজি
2. বরফ পানিতে ভাসে, কারণ বরফের তুলনায় পানির-
তথ্য: পানির ভেতর হাইড্রোজেন বন্ধনের কারণে এমনটা হয়। বরফের ঘনত্ব পানির চেয়ে প্রায় ৯ শতাংশ কম। সুতরাং, বরফ পানিতে ডুবে য়ায না, ভেসে থাকে।
তাপমাত্রা বেশি
ঘনত্ব বেশি
ঘনত্ব কম
দ্রবণীয়তা বেশি
3. তরলের এক স্তরের সংলগ্ন অন্য স্তরের গতি প্রতিরোধী বৈশিষ্ট্যকে বলে?
তরলের এক স্তরের সংলগ্ন অন্য স্তরের গতি প্রতিরোধী বৈশিষ্ট্যকে Viscosity বলে।
Surface Tension
Viscosity
Capillarity
compressibility
4. পানির আপেক্ষিক গুরুত্ব কত?
1000
100
1
62.,5
5. If pH value is [যদি P" এর মান]
7.0 The swage is acidic [7.0 এর বেশি হয় তবে সিউযেজ অম্লীয় হবে।
>7.0 the sewage is alkaline [7.0 এর বেশি হয় তবে সিউযেজ ক্ষারীয় হবে।
=7.0 The swage is acidic [7.0 এর মান সমান হয় তবে সিউযেজ নিরপেক্ষ হবে।
All of the above [উপরের সবগুলায়।
6. পানির PH এর বেশি হলে নীচের কোনটি হবে-
এসিডিক
নিউট্রাল
ক্ষারীয়
কোনটি নয়
7. The water obtained from tube well is known as- [BIMAN-2020]
তথ্য: ভূ-নিম্নস্থ বা Sub Surface Water আমরা টিউবওয়েলের সাহায্যে তুলে থাকি। Ans: (ক)
Sub Surface Water
Surface Water
Precipitation
Run Off Water
9. সেপটিক ট্যাংকের দৈর্ঘ্যকে প্রন্থ অপেক্ষা কত গুণ বেশি ধরে ডিজাইন করা হয়?
সেপটিক ট্যাংক কেমন হওয়া প্রয়োজনঃ -সেপটিক ট্যাংকের দৈর্ঘ্য প্রস্থের ২ থেকে ৮ গুণ ধরতে হবে । -.ভিত্তিতে ১:৩:৬ অথবা ১:২:৪ অনুপাতে সিসি ঢালাই করতে হবে । -.সিমেন্ট মসলা দ্বারা ইটের গাঁথুনী করে সেপটিক ট্যাংক নির্মাণ করতে হবে । -.ভিতরের দেওয়ালে ১:৩ অনুপাতে ১২ মিমি পুরুত্বে প্লাস্টার করতে হবে । -.সেপটিক ট্যাংকের নূন্যতম প্রস্থ ৬০ সেমি এবং তরলের গভীরতা ১ মিটার ধরতে হবে । -সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামার আগে অবশ্যই বিষাক্ত গ্যাসের উপস্থিতি পরীক্ষা করা উচিত। এ বিষয়গুলোয় একটু নজর দিলেই দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
2
১০
১৫
২০
11. Bangladesh standard for Arsenic in drinking water is-
.05 mg/L
0.01 mg/L
0.10 mg/L
0.50 mg/L
12. M.K.S এককে পানির ঘণত্ব কত?
১০০০কেজি/ঘনমি.
১কেজি/ঘনমি
৬২.৫ কেজি/ঘনমি
১গ্রাম/ঘনসেমি
13. ভূমিকম্পের ঝুঁকি কোন জেলায় সবচেয়ে বেশি?
নোট: জোন-৪: সিলেট, ময়মনসিংহ, কুড়িগ্রাম- এর ভূমিকম্প প্রবণতা বেশি। উত্তর: ঘ
খুলনা
ঢাকা
চট্টগ্রাম
সিলেট
14. একটি Septic Tank - Liquid retention time হওয়া উচিত কমপক্ষে-
১ দিন
৩ দিন
১০ দিন
৭ দিন
15. উত্তম ইট তৈরির প্রভাব বিস্তারকারী বিষয় কয়টি ?
৩টি
৪টি
৫টি
৬টি